বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কী বার্তা দিলেন কোহলি?
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে গতকাল বিদায় নিয়েছে ভারত। অ্যাডিলেড ওভালে রোহিত শর্মার দলকে রীতিমত উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। এদিন ১০ উইকেটের বড় জয় নিয়ে ফাইনালে পৌঁছেছে ইংলিশরা। গেল বিশ্বকাপের পর আবারো সেমি থেকে ভারতের বিদায়।
এই বিদায়ের একদিন পার হয়ে গেছে। তারপর আজ শুক্রবার নিজের ফেরিভায়েড ফেসবুক পোস্টে একটি পোস্ট শেয়ার করেছেন বিরাট কোহলি।
বিজ্ঞাপন
সেখানে তিনি জানিয়েছেন দেশের জার্সি পরে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। একইসাথে বিদেশের মাটিতে টুর্নামেন্টজুড়ে তাদের সমর্থন করা দর্শকদের দিয়েছেন ধন্যবাদ।
কোহলি লেখেন, ‘এখানে আমাদের সমস্ত ভক্তদের ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন স্টেডিয়ামগুলিতে। আমাদের সমর্থন করার জন্য। এই জার্সিটা আমাদের কাছে খুব মূল্যবান আর আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত।’
বিজ্ঞাপন
কোহলি যোগ করেন, ‘আমরা আমাদের স্বপ্ন অর্জনের জন্য অস্ট্রেলিয়ার উপকূলে গিয়েছিলাম। কিন্তু এখন হতাশা নিয়ে ফিরছি। তবে এই সফর থেকে আমরা অনেক ইতিবাচক বিষয় নিতে পারি, একটি গ্রুপ হিসাবে স্মরণীয় একটি টুর্নামেন্ট ছিল এবং ভবিষ্যতে এর থেকে আরও ভাল করার লক্ষ্য আমাদের।’
এসএইচ/এনইউ