টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। একপেশে ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। মাঠের ক্রিকেট সেই অর্থে না জমলেও উন্মাদনা ছিল দর্শক গ্যালারিতে। মেলবোর্নের বিশাল স্টেডিয়ামে দুদলের হয়ে মাঠ মাতিয়েছেন ৮০ হাজারেরও বেশি দর্শক। 

ক্রিকেট মাঠ হিসেবে মেলবোর্নের ধারণ ক্ষমতাটা সবচেয়ে বেশি। একই সাথে এ মাঠে বসে নব্বই হাজারেরও বেশি দর্শক খেলা দেখতে পারেন। রোববার পাকিস্তানের ম্যাচ দেখতে মাঠে এসেছেন ৮০ হাজার ৪৬২ জন দর্শক। 

মেলবোর্নের মাঠে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ডটা হয়েছে ২০১৫ সালে, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। সে ম্যাচে মাঠে বসে খেলা দেখেছেন ৯৩ হাজার ১৩ জন। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও মেলবোর্নে দর্শক ছুঁয়েছে ৯০ হাজারের মাইলফলক। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে ৯০ হাজারের বেশি দর্শক হয়োছল। শেষ বলের লড়াইয়ে সে ম্যাচটা জিতেছল ভারত। 

এনইআর