শিরোপা হাতছাড়া করে বাবরের আক্ষেপ
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ম্যাচে বাবর আজমদের ৫ উইকেটে হারিয়েছে ইংলিশরা। পাকিস্তানের দেওয়া স্বল্প পুঁজির (১৩৭) রান এক ওভার বাকি রেখেই টপকে যায় জস বাটলারের দল। এক প্রান্ত আগলে রেখে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বেন স্টোকস।
শিরোপার মঞ্চে এমন হারের পর স্বাভাবিকভাবেই বেশ হতাশ পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু যোগ্য দল হিসেবে বিশ্বকাপ জেতায় ইংল্যান্ডকে অভিনন্দন জানাতে ভোলেননি ডানহাতি এ ওপেনার, 'ইংল্যান্ডকে অভিনন্দন। দুর্দান্ত লড়েছে ওরা, নিঃসন্দেহে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দল।
বিজ্ঞাপন
প্রথম দুই ম্যাচের দুটোতেই হেরে এক পর্যায়ে বিশ্বকাপ থেকে ছুটকে যাওয়ার উপক্রম হয়েছিল পাকিস্তানের। তবুও সব ভেন্যুতেই অনেক সমর্থন পেয়েছেন বলে মনে করেন বাবর। এ প্রসঙ্গে তিনি বলেন, এখানে আমরা ঘরের মাঠের মতো অনুভব করেছি, প্রতিটি ভেন্যুতে দুর্দান্ত সমর্থন পেয়েছি। সহযোগিতার জন্য দর্শকদের ধন্যবাদ। আমরা প্রথম দুটি ম্যাচ হেরেছি কিন্তু শেষ চারটি ম্যাচে যেভাবে ফিরে এসেছি তা অবিশ্বাস্য ছিল।'
পায়ের ইনজুরির কারণে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল পেসার শাহীন আফ্রিদিকে। তাতে ব্যাপক হতাশা প্রকাশ করলেও এগুলো যে খেলার অংশ, তা ঠিকই মানছেন বাবর। এছাড়া ব্যাটিংয়ে ২০ রান কম করার আক্ষেপটাও পাকিস্তান অধিনায়কের কণ্ঠে স্পষ্ট প্রকাশ পেয়েছে।
বিজ্ঞাপন
বাবর বলেন, 'আমি সবাইকে স্বাভাবিক খেলা খেলতে বলেছিলাম, কিন্তু আমরা ২০টা রান কম করেছি। তবুও বল হাতে সবাই ভালো লড়াই করেছে। আমাদের বোলিং বিশ্বের সেরা বোলিং আক্রমণগুলোর একটি। দুর্ভাগ্যবশত শাহীনের ইনজুরি ম্যাচ থেকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু এটা তো খেলারই অংশ।'
এসএইচ/এনইআর