রোববার বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। এর আগে আজ শনিবার মিরপুর শেরে-ই বাংলার মাঠে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কথা বলার এক পর্যায়ে আসন্ন আইপিএলের নিলামে বাংলাদেশি ৬ ক্রিকেটারদের মধ্যে দল পাওয়ার সম্ভাবনা কতটুক জানতে চাইলে, ভারতীয় এই অধিনায়ক জানালেন তারা সুযোগ পাবে।

আইপিএলের অন্যতম ফেবারিট দল মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়ক বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে বললেন, ‘আমি আশা করি.. ওরা সুযোগ পাবে। ওরা ভালো দল, ভালো ক্রিকেটার।’

এমনকি আইপিএলে সুযোগ পেলে বাংলাদেশের ক্রিকেটাররা ভালো করবে এমনটাই দাবি রোহিতের, ‘ওরা সুযোগ পেলে নিশ্চয়ই ভালো করবে। আইপিএল দলগুলো এখনো পরিকল্পনা শুরু করেনি। তবে আমি মনে করি, ওদের সুযোগ পাওয়া উচিত।’

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে বলেই মনে করেন রোহিত। সিরিজ জয় নয় ম্যাচ বাই ম্যাচ আগাতে চান, ‘আমি মনে করি, সিরিজটা রোমাঞ্চকর হবে, সব সময় যা হয়। আমাদের ভালো খেলতে হবে ওদের হারাতে হলে। ওরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। আমরা এখানে সিরিজ নিয়ে ভাবছি না। এক ম্যাচ ধরে ধরে এগোচ্ছি।’

৭ ডিসেম্বর মিরপুরেই বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ম্যাচ ১০ ডিসেম্বর, চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর শুরু। প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয়টি ঢাকায়।

এসএইচ/এটি