টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কোথায়, জানালেন সৌরভ
সৌরভ গাঙ্গুলি
নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত ছিল আগে থেকেই। ইংল্যান্ডকে সর্বশেষ টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে হারিয়ে টেস্ট শ্রেষ্ঠত্ব লাভের চূড়ান্ত লড়াইয়ে পৌঁছে গেছে ভারতও। সেই ফাইনাল কোথায় হবে? লর্ডস নাকি অন্য কোথাও? তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। সেসবের অবসান ঘটিয়ে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানালেন, লর্ডস নয়, সাউদাম্পটনের এজিয়েস বোলে নিষ্পত্তি হবে টেস্ট শ্রেষ্ঠত্বের। ১৮ জুন শুরু ফাইনাল।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অবশ্য এখনো কিছু জানায়নি এ ব্যাপারে। তবে বিসিসিআই কর্তা ঠিকই ফাঁস করে দিয়েছেন ফাইনালের ভেন্যু। তিনি আরো জানিয়েছেন, তিনি নিজে সেখানে উপস্থিত থাকবেন।
বিজ্ঞাপন
‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডস ছেড়ে কেন সাউদাম্পটনে গেল ফাইনালের ভেন্যু? সৌরভ জানালেন, চলমান করোনা পরিস্থিতিই এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে আইসিসিকে। জানিয়েছেন, এজিয়েস বোলে স্টেডিয়ামেই থাকা-খাওয়ার সুব্যবস্থা আছে, যেটা নেই লর্ডসে। আর স্টেডিয়ামের এই বাড়তি সুবিধা জৈব সুরক্ষা বলয় তৈরি করাতে সহায়তা করবে আয়োজকদের।
আর এ ব্যাপারটা অনেক আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল, জানালেন বিসিসিআই সভাপতি। বললেন, ‘হ্যাঁ, সাউদাম্পটনেই হবে ফাইনালটা। অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল এটা। কারণ করোনার কারণে হোটেলগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল সেখানে। এ কারণেই করোনা পরবর্তী সময়ে সেখানেই অনেক ম্যাচ খেলেছে ইংল্যান্ড।’
বিজ্ঞাপন
ওয়ানডের শ্রেষ্ঠত্ব যেমন বিশ্বকাপ দিয়ে নির্ণয় করা হয়, এখন থেকে টেস্ট শ্রেষ্ঠত্বের মাপকাঠিও হয়ে দাঁড়াবে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তবে সৌরভের মতে, দুটো প্রতিযোগিতার আবেদন ভিন্ন। বললেন, ‘প্রত্যেকটি ট্রফির আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। ওয়ানডে বিশ্বকাপ দেখার মজাই আলাদা। তবে করোনার কারণে এবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিসংখ্যান কিছুটা কঠিন হয়েছে। তবে পরেরবার সবদল সমসংখ্যক ম্যাচ খেললে সমস্যা হবে না।’
সেই সেপ্টেম্বর থেকে জৈব সুরক্ষা বলয়ে দিনানিপাত করছে ভারতীয় দল। এ অবস্থাতেই দলটি নিশ্চিত করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বিসিসিআই প্রধান তাই খেলোয়াড়দের ভূয়সী প্রশংসাই করলেন, ‘সেপ্টেম্বরে আইপিএল থেকে মার্চ পর্যন্ত দীর্ঘ ৬ মাস ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে কাটাচ্ছে। তা সত্ত্বেও কি দুর্দান্ত খেলেছে তারা! আশা করি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমরা নিউজিল্যান্ডকে হারাতে পারব। রাহানে, কোহলিকে অসংখ্য অভিনন্দন। এছাড়া পান্ত যেভাবে ব্রিসবেনে দলকে জিতিয়েছে, তা এককথায় অসাধারণ।’
এনইউ/এটি