সতীর্থ ওয়েস্টন ম্যাককেনি (বায়ে) ও আলভারো মোরাতার সঙ্গে হাস্যোজ্জ্বল রোনালদো, ম্যাচেও তো ঠিক এমন রোনালদোকেই চাই জুভেন্তাসের! ছবি: জুভেন্তাস

দল পিছিয়ে আছে, পরের পর্বে যেতে হলে চাই এক ‘প্রত্যাবর্তন’। এমন মুহূর্ত তো ক্রিশ্চিয়ানো রোনালদোর জ্বলে ওঠার মঞ্চ! বর্ণাঢ্য ক্যারিয়ারে বহুবার দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার নজির আছে তার। আজ পোর্তোর বিপক্ষে আবারো সে মঞ্চ প্রস্তুত রোনালদোর। চ্যাম্পিয়ন্স লিগ বিশেষজ্ঞেই বড় ভরসাটা থাকবে কোচ আন্দ্রেয়া পিরলোর। 

প্রথম লেগে পোর্তোর মাঠে ২-০ গোলেই পিছিয়ে পড়েছিল জুভেন্তাস, তবে শেষদিকে ফ্রেদেরিকো কিয়েসার কল্যাণে মিলেছে মহামূল্য অ্যাওয়ে গোলের দেখা। দ্বিতীয় লেগে তাই গোল হজম না করে যে কোনো ব্যবধানের জয় দলকে তুলে দেবে শেষ আটে। তবে যে একটা গোল হজম করে বসলে অবশ্য জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে। পোর্তোর বিপক্ষে তাই রোনালদো তো বটেই, গুরুদায়িত্ব থাকবে রক্ষণভাগের ওপরও। 

ইতিহাসও কথা বলছে জুভেন্তাসের পক্ষে। চলতি শতাব্দীতে দুইবার নিজেদের মাঠে পোর্তোর বিপক্ষে খেলেছে জুভেন্তাস। ২০০১ সালে প্রথমবার জিতেছিল ৩-১ ব্যবধানে, ২০১৭ সালে শেষ দেখায় পোর্তোকে হারিয়েছিলস ১-০ গোলে। যার একটার পুনরাবৃত্তি হলেও পরের পর্বে উঠে যাবে জুভেন্তাস।

সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর উপস্থিতি মানসিকভাবে এগিয়ে রাখছে ইতালীয় চ্যাম্পিয়নদের। তবে অতিমাত্রায় রোনালদো নির্ভরতা হয়তো বুমেরাং হয়েও আসতে পারে জুভেন্তাসের জন্য। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরিনে আসার পর দলটি নকআউট পর্বে খেলেছে ৬ ম্যাচ, করেছে ছয় গোল; যার সবকটিই রোনালদোর। তবে তার একবারও শেষ আটের বাধা পেরোতে পারেনি তারা। তাই রোনালদোতেই যে মনোযোগের সিংহভাগ ঢেলে দিয়ে তাকে বোতলবন্দি রাখার চেষ্টা করবে প্রতিপক্ষ পোর্তো, তা বলাই বাহুল্য।

পর্তুগীজ তারকার উপর নজর না দিয়েই উপায় কী! নকআউটে তার শেষ তিন হ্যাটট্রিকই যে এসেছে দল যখন পিছিয়ে ছিল! ২০১৬ সালে ভলফসবুর্গের বিপক্ষে ২-০ গোলে প্রথম লেগে হারের পর দ্বিতীয় লেগে তার হ্যাটট্রিকেই রিয়াল মাদ্রিদ উঠে যায় শেষ আটে। পরের বছর বায়ার্ন মিউনিখের বিপক্ষেও যখন পিছিয়ে তখনই জ্বলে উঠেছিলেন তিনি, করেছিলেন হ্যাটট্রিক। এরপর জুভেন্তাসের তরীও পার করেছেন হ্যাটট্রিক করে, ২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলের হারের পর নিজেদের মাঠে করেন তিন গোল, কাকতালীয়ভাবে সেটাও ছিল দ্বিতীয় রাউন্ডেরই মঞ্চ। আজ আরো একটা দ্বিতীয় রাউন্ড, আরো একটা ফিরতি লেগ, রোনালদো নিশ্চিতভাবেই মুখিয়ে আছেন মাঠে নামার জন্য। 

সেটা জানেন বলেই কোচ পিরলোও তার যত্ন নিয়েছেন ভালোভাবে। ল্যাজিওর বিপক্ষে শেষ ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন তাকে। পোর্তোর বিপক্ষে ম্যাচের জন্য রোনালদোর প্রস্তুতি নিয়ে তিনি বললেন, ‘রোনালদো ভালোই আছে। এমন ম্যাচ তারই মঞ্চ, সে মাঠে নামতে মুখিয়ে আছে। তর সইছে না তার।’

সাম্প্রতিক ফর্ম
এই একটা জায়গা দুই দলকেই মিলিয়েছে এক বিন্দুতে। নিজেদের শেষ পাঁচ ম্যাচে দুই দলেরই জয় তিনটি, ড্র করেছে একটি ম্যাচে, সমান ম্যাচেও নিয়েছে হারের তেতো স্বাদ।
দলের খবর
জুভেন্তাস: চোটের কারণে নেই পাওলো দিবালা ও জর্জিও কিয়েলিনি, শঙ্কা আছে ম্যাতিয়াস ডি লিখটের খেলা নিয়েও। করোনার কারণে নেই রদ্রিগো বেন্টাঙ্কুর। নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারবেন না দানিলো।
পোর্তো: এমবেমবা খেলতে পারবেন না চোটের কারণে, শঙ্কা আছে মারকানোর খেলাতেও।