আকবরদের থেকেই অনুপ্রেরণা খুঁজছেন দিশা
আগামী বছরের জানুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে প্রথম নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেখানে অংশগ্রহণ করতে আগামীকাল দেশ ছাড়বে টাইগ্রেস অনুর্ধ্ব-১৯ নারী দল। দেশ ছাড়ার আগের দিন বাংলাদেশ দলের অধিনায়ক দিশা বিশ্বাস জানিয়েছেন, আকবর আলিদের থেকে অনুপ্রেরণা খুঁজছেন তারা।
আগামীকাল ১ জানুয়ারি আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ত্যাগ করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এর আগে আজ (৩১ ডিসেম্বর) মিরপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন দিশা। সেখানে কথা বলার এক পর্যায়ে টাইগ্রেস এই অধিনায়ক বলেন, ‘ভাইয়েরা(আকবর) যেখান থেকে সাফল্য নিয়ে এসেছেন, সেখানে আমাদেরও ওইভাবে পরিকল্পনা ও চিন্তাভাবনা আছে। ভাইয়েরা যদি কিছু করতে পারে, আমরাও পারব।’
বিজ্ঞাপন
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রসঙ্গ টেনে অধিনায়ক দিশা বলেন,‘তিনি আমাদের অনুপ্রাণিত করেন। সাকিব ভাইয়া বিশ্ব র্যাঙ্কিংয়ের ওপরের দিকের ক্রিকেটার। আমাদেরও স্বপ্ন উনার মতো হওয়ার। জানি না কতটুকু কী করতে পারব। তবে সত্যিই অনেক আশা থাকে, ভাইয়া কিছু করছে। আমাদেরও কিছু করতে হবে। উনার পদ অনুসরণ করেই আমাদের যেতে হবে।’
বিশ্বকাপের মঞ্চে একসাথে পারফর্ম করলে অস্ট্রেলিয়া নয় সব দলকেই হারানো সম্ভব বলে মনে করেন দিশা। যেমনটা বলছিলেন, ‘মাঠে যারা ভালো করবে তারাই ভালো দল। আমি কাউকে বড় করে দেখছি না, কাউকে ছোটও করছি না। যে মাঠে খেলবে সে-ই। এখন অস্ট্রেলিয়া আছে, তারা নামে ভালো এবং খেলেও ভালো। তবে আমি যেটা বললাম, আমার দল নিয়ে আমি খুবই ইতিবাচক। আমরা সবাই যদি একসাথে পারফর্ম করতে পারি তাহলে শুধু অস্ট্রেলিয়া কেন, সব দলকেই হারাতে পারব।’
বিজ্ঞাপন
নদলের অধিনায়ক হওয়াটাও অনেক বড় পাওয়া মনে করেন দিশা, ‘ব্যক্তিগতভাবে এটি অনেক বড় পাওয়া। বিসিবি আমাকে যোগ্য মনে করে দায়িত্ব দিয়েছে। আমি সত্যিই খুশি। অধিনায়কত্ব পাওয়ার আগেই সিনিয়র ক্রিকেটার হিসেবে আমার চিন্তা ছিল দলকে কীভাবে সাহায্য করা যায়। সবসময় আমার সেই চেষ্টাই থাকে। দল অবশ্যই ভালো। আমার দল নিয়ে আমি খুব খুশি। যে দল পেয়েছি আমার কাছে ইতিবাচকই মনে হয়েছে।’
এসএইচ/এনইআর