সৌরভ গাঙ্গুলি নিজেই কিছুদিন আগে ছিলেন অসুস্থ। সেখান থেকে কিছুটা সেরে উঠেছেন তিনি। ফিরছেন নিজের স্বাভাবিক কাজে। অন্যদিকে নন্দীগ্রামে নির্বাচনী প্রচারণায় গিয়ে অজ্ঞাত ব্যক্তিদের ধাক্কায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দোপাধ্যায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সৌরভ যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তাকে দেখতে গিয়েছিলেন মমতা। এবার মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। যদিও ঠিক কবে মমতাকে দেখতে যাবেন, এই ব্যাপারে কিছু জানাননি তিনি। তবে মমতাকে সৌরভের দেখতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের সাবেক অধিনায়ক নিজেই। 

বৃহস্পতিবার ইডেন স্টেডিয়াম থেকে বের হয়ে যাওয়ার সময় কলকাতার স্থানীয় সংবাদ মাধ্যমকে সৌরভ বলেন, ‘আমি উনাকে দেখতে যাবো। উনি ঠিক হয়ে যাবেন। আমি যাবো, ঠিক ব্যবস্থা করে যাবো।’ 

বুধবার সন্ধ্যায় মমতা হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে হেলিকপ্টার যোগে নন্দীগ্রাম যান। রানিচকে একটি মন্দিরে ‘হরিনাম সংকীর্তনে’ অংশ নিয়ে বের হওয়ার সময় চার-পাঁচজন ব্যক্তির ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এরপর জরুরিভিত্তিতে তাৎক্ষণিক তাকে কলকাতায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতার পিজি হাসপাতালে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের সাড়ে ১২ নম্বর কেবিনে আছেন তিনি। তার বাঁ পায়ে প্লাস্টার করা হয়েছে। নন্দীগ্রামের মন্দিরে আহত হওয়ার পর মমতা জানিয়েছেন, আচমকা চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। 

এমএইচ