এবারের বিপিএলে শুরুর দিকে লো স্কোরিং ম্যাচ হলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রান। অষ্টম ম্যাচে এসে প্রথমবার ২০০ রানের মুখ দেখল টুর্নামেন্টটি। মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ২০১ রান করেছে মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্স।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নাসির হোসেনের ঢাকাকে ২০২ রানের লক্ষ্য দিয়েছে সিলেট। ব্যাট হাতে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে এই বড় রানের মূল কারিগর তৌহিদ হৃদয়। চোখ ধাঁধানো ইনিংসে ৫টি চারের পাশাপাশি ৫ টি ছয় মেরেছেন ডানহাতি এ ব্যাটার। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে মোহাম্মদ হ্যারিসের উইকেট হারায় ঢাকা। এরপর উইকেটে আসেন তৌহিদ হৃদয়। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েন ৮৮ রানের জুটি। ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলে শান্ত আউট হন আল আমিনের বলে। 

৮ বলে দশ রান করে ফেরেন জাকির হাসান। এরপর উইকেটে আর থিতু হতে পারেননি কেউই। একমাত্র থিসারা পেরেরা পৌঁছেছেন দুই অঙ্কের রানে। কিন্তু এক প্রান্ত আগলে ব্যাটিং করে যাচ্ছিলেন হৃদয়। তুলে নেন এবারের বিপিএলে তার তৃতীয় ফিফটি। 

শেষ ওভারে আল আমিনের বলে ক্যাচ হওয়ার আগে ৫ চার ও ৫ ছয়ে ৮৮ রান করেন হৃদয়। আর তাতে ২০১ রানের সংগ্রহ পায় সিলেট।