রবিচন্দ্রন অশ্বিন/ ফাইল ছবি

লাল বলে সময়টা দারুণ কাটছে রবিচন্দ্রন অশ্বিনের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পিছিয়ে পড়েও যে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে ভারত, তার প্রধান কুশীলবও ছিলেন এই অশ্বিন। টেস্টের এমন পারফর্ম্যান্স কি তাকে ফেরাবে সীমিত ওভারের ক্রিকেটেও? অধিনায়ক কোহলির কাছে এমনটাই জানতে চাওয়া হয়েছিল সম্প্রতি। 

তবে কোহলির উত্তরটা ছিল নেতিবাচকই। জানালেন যদি স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর জঘন্য মৌসুম না কাটান, তাহলে অশ্বিনের সীমিত ওভারের ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

জাতীয় দলের রঙিন জার্সিটা শেষবার ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গায়ে চড়িয়েছিলেন অশ্বিন। ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর থেকে ভারতীয় ম্যানেজমেন্ট স্পিন বোলিংয়ে ভরসা রেখে চলেছে দুই রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদ্বীপ যাদবের ওপর। আর অফ স্পিনের ক্ষেত্রে এখন ভারতের এক নম্বর পছন্দ সুন্দর।

দুজনের প্রায় একই রকম দক্ষতা হওয়ায় সুন্দর ও অশ্বিনকে একই সঙ্গে দলে জায়গা দেওয়ার সুযোগ নেই ভারতের। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাই খেলার সম্ভাবনা নেই অশ্বিনের, জানালেন কোহলি। বললেন, ‘ওয়াশিংটন আমাদের জন্য বেশ ভালো কাজ করে চলেছে। আপনি একই রকমের দুজন খেলোয়াড়কে দলে রাখতে পারেন না, যদি না ওয়াশি (সুন্দর) খুবই বাজে একটা মৌসুম কাটায়, আর তার পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূলে চলে যায়।’

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক কোহলি এ প্রশ্নের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুললেন, ‘কিছুটা যৌক্তিকতা নিয়েও এ প্রশ্ন করা উচিত আমাদের। আপনি বলছেন অ্যাশকে ঢোকাতে এমন একটা দলে ঢোকাতে, যেখানে ওয়াশিংটন একই একই কাজটা করে চলেছে। আর তাই নিজেকেই যৌক্তিকভাবে প্রশ্নটা করা উচিত আপনাদের।’

গেল মাসে ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর কিছুটা বিস্ময়ই প্রকাশ করেছিলেন এ বিষয়ে। বলেছিলেন, ‘সে দারুণ বোলার কিন্তু মানুষজন তার ব্যাটিং নিয়ে কথা বলে না। সে যে সাদা বলের ক্রিকেটে খেলার সুযোগ পায় না, ব্যাপারটা আমাকে বিস্মিত করে। আমাদের সবাইকে চমকে দেওয়ার মতো আর কী করা উচিত তার? টেস্টে নয়টা সিরিজসেরার পুরস্কার জেতার পরও শেষ দুই বছর ধরে সে দলে জায়গা পাচ্ছে না, বিষয়টা আমাদের জন্য লজ্জ্বার।’ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ আহমেদাবাদে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

এনইউ/এটি