গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ধারাবাহিক ছিলেন এবাদত হোসেন। বিশেষ করে বাংলাদেশ দলের হয়ে লাল বলের দলে নিয়মিত ক্রিকেটার এই পেসার। সবশেষ সাদা বলের ক্রিকেটেও নিয়মিত হয়ে উঠেছেন টাইগার এই ক্রিকেটার। যে কারণে নিজের বোলিং ভান্ডারে যুক্ত করছেন নতুন অস্ত্র।

পেস বোলিংয়ে বেশ জোরেই বল করতে পারেন এবাদত। একইসঙ্গে ইয়র্কার এবং বাউন্সারেও নিজেকে দক্ষ করে তুলেছেন এই পেসার। তবে এবার নিজের বোলিংয়ে বৈচিত্র আনতে নতুন করে শিখছেন কাটার বল। কেননা, বিশ্ব ক্রিকেটে টিকে থাকতে নতুন সব ডেলিভারী যোগ করার বিকল্প নেই, এমনটাই মনে করেন এবাদত।

বিপিএল খেলতে সব দল এখন অবস্থান করছে চট্টগ্রামে। আর সেখানেই আজ বৃহস্পতিবার বরিশালের দলীয় অনুশীলন শেষে তিনি বলেন, ‘আমি জোরে বল করতে পারি এবং ইয়র্কারে দক্ষতা আছে। তার সঙ্গে সঙ্গে আমি কাটার নিয়ে কাজ করছি। দুইটা কাটারই আমি পারি কিন্তু আরও ভালো যাতে হয় সেজন্য কাজ করছি।’

মুস্তাফিজের কাটার প্রসঙ্গে এবাদত বলেন, ‘মুস্তাফিজ তো কাটার ভালো পারে। তার থেকে টি-টোয়েন্টিতে (কাটার) শিখেছিলাম। স্লোয়ার-বাউন্সার করার জন্য সে আমার গ্রিপটা একটু পরিবর্তন করে দিয়েছিলো, এটাতে আমার অনেক উপকার হয়েছে।’

এসএইচ/এটি