গত বিপিএলে সিলেট দলের দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছিলেন জুলিয়ান উড। বিশ্বব্যাপী পাওয়ার হিটিং কোচ হিসেবে বেশ নাম ডাক রয়েছে জুলিয়ানের। এ কারণেই গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের কোচ হওয়ার দৌড়ে ছিল তার নাম। তবে সেটা আর বাস্তবায়ন হয়নি।

চলতি বিপিএলেও জুলিয়ান এসেছেন বাংলাদেশে। দায়িত্বে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচের। আজ বৃহস্পতিবার দলীয় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন জুলিয়ান উড। সেখানে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে হেড কোচ হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব পাননি।

তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে কথা হচ্ছিল। আমি পাকিস্তানে পিসিবির হয়ে কাজ করছিলাম। তখন কথাবার্তা হচ্ছিল, আমার সঙ্গে না যদিও, তবে লোকজনের সঙ্গে বলছিল আমাকে কাজে লাগানোর ব্যাপারে। যদিও পরে কিছুই হয়নি। এটা এমন একটা ব্যাপার গত এক বছর ধরে আলাপ হয়েছে কয়েকবার। কিন্তু কিছুই হয়নি। আমি এখানে আছি, অ্যাভেইলেবলও। সম্প্রতি কোনো কথা হয়নি।’

জুলিয়ান উড আরও যোগ করলেন, ‘এটা দারুণ। আমি আইপিএলেও কাজ করেছি। পাওয়ার হিটিং কোচ হিসেবে আমার পরিচিতি আছে, যেটা দারুণ। এখন এটা পাওয়ার গেম। কিন্তু একই সঙ্গে আমি ব্যাটিং কোচও, পাওয়ার হিটিংয়ে স্পেশালাইজড আমি। গত বছর মানুষ দারুণ ছিল আমার জন্য। এরপর আইপিএলে কাজ করেছি, অনেক জায়গাও। এটা ভালো।’

বিপিএলে কি কাজ করছেন এ প্রসঙ্গে চট্টগ্রামের এই কোচ বলেন, ‘গত বছর সিলেটে এনামুল হক বিজয়ের সঙ্গে অনেক কাজ করেছিলাম। আফিফকে দেখুন, তারা বড় না (শরীরের দিক থেকে)। তারা রিদম ও টাইমিংয়ের ওপর নির্ভর করে। তারা বল জোরে মারতে পারে, কিন্তু মুভমেন্টে তাদের রিদম ও টাইমিং দরকার হয়। বড় ক্রিকেটাররা মাসল ব্যবহার করে। তারা পারবে না, যদি করতে যায় কাজ হবে না। এটা আসলে বুঝতে পারার ব্যাপার কীভাবে তাদের শরীর কাজ করে বল মারার সময়। যখন এটা হবে তাদের, আমি কিছু ট্রেনিং ও ড্রিলও করাচ্ছি। কিন্তু এটা শুধুই অনুশীলনের একটা ধরন। কিন্তু বুঝতে হবে কীভাবে তাদের শরীর কাজ করে বল মারার সময়।’

এসএইচ/এটি