বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ঢাকা ডমিনেটরস সংগ্রহ করেছে ৬ উইকেট হারিয়ে ১২৮ রান। মূলত সিলেট স্ট্রাইকার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাসির হোসেনের দলকে অল্প রানেই আটকে দেয় মাশরাফি বিন মুর্তজার দল।

ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক নাসির। এছাড়া উসমান ঘানি করেন ২৭ রান। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইমাদ ওয়াসিম।

দুপুরে শুরুতে ব্যাট করতে নেমে রুবেল হোসেনের বলে গোল্ডেন ডাকে ফিরে যান সৌম্য সরকার। সাময়িক চাপ সামলে নেন উসমান ঘানি এবং দিলশান মুনাবিরা। তবে ১৭ রান করে মুনাবিরা এবং ২৭ রান করে ফেরেন উসমান। বিদেশি আরেক ক্রিকেট রবিন দাসও গোল্ডেন ডাকে সাজঘরের পথ ধরেন।

ব্যাট হাতে এদিনও ব্যর্থ মোহাম্মদ মিঠুন। ২৩ বল খেলে ক্রিজে থিতু হয়েও ফিরেছেন এই মিডল অর্ডার ব্যাটার। এরপর দলকে টেনে তোলার দায়িত্ব নেন অধিনায়ক নাসির। সঙ্গী হয়ে তাকে সঙ্গ দিতে থাকেন আরিফুল হক। তবে ১৯তম ওভারে আরিফুল ফিরে যান ২০ রান করে। অবশ্য এক প্রান্ত আগলে তখনো লড়ে যাচ্ছিলেন নাসির। 

শেষ পর্যন্ত ঢাকার এই অধিনায়ক অপরাজিত থাকেন ৩৯ রান করে। জয়ের জন্য সিলেটের ২০ ওভারে প্রয়োজন ১২৯। মাশরাফি বিন মর্তুজার দল আরেকটি জয়ের স্বপ্ন দেখতেই পারে!

এসএইচ/এটি