আর শিখতে চান না মুমিনুল
মুমিনুল হক। ফাইল ছবি
বাংলাদেশের টেস্ট খেলার বিশ বছর পার হয়েছে। তবে এখনো বদলায়নি হতশ্রী দশা। বিদেশের মাটিতে তো বটেই, ঘরের মাঠেও টেস্টে ধুঁকছে বাংলাদেশ। প্রতি হারের পরই বলা হয় ‘শেখার’ কথা। খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের মুখে প্রায়ই শোনা যায় হার থেকে নিজেদের শিক্ষা নেওয়ার কথা।
কিন্তু বিশ বছর পার করেও সেটা যেন শেষই হতে চায় না। সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ হওয়ার পর আবারও নতুন করে বাংলাদেশের ‘শেখার’ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
বিজ্ঞাপন
তবে এবার এই শেখার অধ্যায় থেকে বের হয়ে ম্যাচ জিততে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আর শিখতে চান না তিনি। বিশ বছর পার করে এসে এখন ম্যাচ জেতার সময় এসেছে বলে মনে করেন সাদা পোশাকে দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আর শিখতে চাই না। আমরা ২০ ধরে শিখছি, এখন যদি আরও দশ বছর ধরে শিখতে চাই তাহলে আমাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। পুরো শেখার প্রক্রিয়াটাই মূল্যহীন যদি আপনি ম্যাচ না জেতেন।’
র্যাংকিংয়ে উন্নতির জন্য জিততে চান মুমিনুল, ‘আমাদের দ্রুত শিখতে হবে এবং সেটা প্রয়োগ করতে হবে। এটাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ না হলে আমরা র্যাংকিংয়ে উপরে উঠতে পারব না। এই অভিজ্ঞতা ও শেখার কোনো দাম নেই। আমাদের টেস্ট ক্রিকেটে শেখার চেয়ে বেশি জিততে হবে।’
বিজ্ঞাপন
অধিনায়কত্ব কি উপভোগ করছেন? মুমিনুল বলছেন, ‘যখন দল হারবে, অধিনায়ক হিসেবে আপনার ওপর চাপ থাকবেই। এটাই খেলার নিয়ম। যখন আপনি একটা দায়িত্ব পাবেন, কিন্তু সেটা ঠিকভাবে পালন করতে পারবেন না তখন চাপের মধ্যে থাকবেন। এটা সব মানুষের ক্ষেত্রেই হয়।’
এমএইচ