তামিম ইকবাল ও মুশফিকুর রহিম/ফাইল ছবি

করোনার কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিল খেলোয়াড়রা। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ সময়ে স্থগিত থাকা সিরিজগুলোর অধিকাংশই চলতি বছর মাঠে গড়াবে। এতে ঘরোয়া ক্রিকেটের সূচি সাজাতে বেগ পেতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

চলতি মাসেই জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজন করতে চায় বিসিবি। স্থগিত থাকা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) আগামী মে মাসে আয়োজনের ভাবনা আছে ক্রিকেট বোর্ডের। তবে সে সময়েও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবে জাতীয় দল। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের ডিপিএলে পেতে প্রয়োজনে দুই পর্বে ডিপিএল আয়োজনের ভাবনা বিসিবির।

শনিবার বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘ক্যালেন্ডার মিটিংয়ে আমরা পাঁচ বছরের জন্য ক্যালেন্ডার ফিক্স করছি। সেখানে এসব কথা এসেছে। বাংলাদেশের ক্রিকেটের যে পরিমাণে ব্যস্ত সফর ও সিরিজ আছে, ভবিষ্যতে অনেক সময়ই জাতীয় দলের খেলোয়াড়রা এনসিএল, বিসিএল বা ঢাকা লিগে অংশগ্রহণ করতে পারবে না। এজন্য ডিপিএল যদি দুই ভাগে করতে হয় তাহলে দুই ভাগেই করতে হবে।’

তিনি যোগ করেন, ‘এবার মে মাসে ঢাকা লিগের স্লট দেয়া হচ্ছে। দলবদল তো আগেই হয়ে গেছে। এ জিনিসটা এবার আমাদের মাথায় আছে। জাতীয় দলের খেলোয়াড়সহ যেহেতু দলবদল হয়েছে, আমরা একই ট্রান্সফার উইন্ডো মাথায় রেখে এবার সমঝোতা করছি। সে কারণে জাতীয় দলের খেলোয়াড়রা অ্যাভেইলেভেল থাকে তখনই হবে।’

২০২০ সালের ১৫ মার্চ করোনা ভাইরাসের আতঙ্ক মাথায় নিয়ে বেশ ঘটা করে শুরু হয় ডিপিএল ২০১৯-২০ মৌসুমের খেলা। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি। এক রাইন্ড পরেই স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি। চলতি বছর আগের জায়গা থেকে শুরু হবে ডিপিএল। তবে ঘরোয়া ক্রিকেটের সূচিতে যেহেতু খুব বেশি সময় পাওয়া যাচ্ছে না, সে হিসেবে গুঞ্জন আছে ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে হতে পারে ডিপিএলের আসর।

কিন্তু এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানালেন ইসলাম হয়দার, ‘খেলোয়াড়দের পারিশ্রমিক এবং কোন ফরম্যাট, এগুলো সিসিডিএম সিদ্ধান্ত নেবে।’

টিআইএস/এনইউ