ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলি। দীর্ঘদিন পর আবার ছন্দে ফিরেছেন। কিন্তু এমন সময় অবাক করা এক দাবি করে বসলেন পাকিস্তানি ব্যাটসম্যান খুররম মঞ্জুর। তার দাবি, তিনিই বিশ্বের এক নম্বর, বিরাট কোহলি তার অনেক পরে।

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন পাক ব্যাটার।

তিনি বলেন, বিরাট কোহলির সঙ্গে আমি নিজের তুলনা টানছি না। ঘটনা হলো, পঞ্চাশ ওভারের ক্রিকেটে যারা টপ টেনে রয়েছে, আমি তাদের মধ্যে এক নম্বরে। কোহলি আমার অনেক পরে রয়েছে। প্রতি ৬ ইনিংসে কোহলির একটি সেঞ্চুরি আছে। সেখানে প্রতি ৫.৬৮ ইনিংসে আমার একটি শতরান আছে। এটা বিশ্বরেকর্ড। গত দশ বছরে আমার গড় ৫৩। লিস্ট ক্রিকেটে আমি বিশ্বের পাঁচ নম্বরে।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে গেলেও পাকিস্তানের জাতীয় নির্বাচকরা তাকে দলে নেননি বলেও দাবি করেন তিনি।

খুররম বলেন, শেষ ৪৮টি ইনিংসে ২৪টি সেঞ্চুরি করেছি আমি। লিস্ট এ ক্রিকেটে ৮-৯টি রেকর্ড রয়েছে আমার। তবুও আমাকে নেওয়া হয়নি।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটে খুররমের। পাক দলের হয়ে ১৬টি টেস্ট আর ৭টি ওয়ানডে খেলেন তিনি। সবশেষ ২০১৬ সালের এশিয়া কাপে পাকিস্তানের হয়ে খেলেছিলেন মনজুর।

এমজে