ভারত সফর আটকে গেল খাজার
পূর্ণশক্তির দল নিয়েই ভারত সফরের বিমানে ওঠার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে শেষ মুহূর্তে উসমান খাজাকে ছাড়াই উড়াল দিতে হয়েছে অজিদের। ভিসা জটিলতার কারণে তাকে ছাড়া ভারত যেতে হচ্ছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়া দলের ভারত সফরের ভিসা এখনও হাতে পাননি উসমান খাজা। তবে দুর্দান্ত ফর্মে থাকা খাজাকে ভারতে উড়িয়ে আনার ব্যাপারে এখনও আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবার বিবৃতি দিয়ে এ বিষয়টি জানিয়েছে বোর্ডটি।
বিজ্ঞাপন
বিবৃতিতে সিএর প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হকলি বলেছেন, ‘আমরা আশা করছি, সে ২-১ দিনের মধ্যেই ভারত সফরের জন্য রওনা দিতে পারবেন।’ বৃহস্পতিবার বোর্ডের পক্ষ থেকে খাজার জন্য ফ্লাইট বুকিং দেওয়া আছে বলেও জানিয়েছে বোর্ডটি।
সাদা পোশাকে ২০২২ সালটা দুর্দান্ত কেটেছে খাজার। ব্যাট হাতে ১১ ম্যাচে হাঁকিয়েছেন ৪ সেঞ্চুরি, করেছেন ১০৮০ রান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও অবিশ্বাস্য ফর্মে ছিলেন ৩৬ বছর বয়সী ক্রিকেটার। ৩ ম্যাচের টেস্ট সিরিজে ২টি শতকের পাশাপাশি দুটি অর্ধশতক হাঁকিয়ে রাঙিয়েছেন বছরের শেষটা।
বিজ্ঞাপন
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রোলিয়ার মধ্যকার ৪ ম্যাচ টেস্ট সিরিজের বর্ডার-গাভাস্কার ট্রফি। টেস্ট সিরিজের পর ভারতে তিনটি ওয়ানডে ম্যাচও খেলার কথা রয়েছে অজিদের।