চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) শুক্রবার দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়েছে ফরচুন বরিশাল। আর এই ম্যাচ দিয়ে চলমান বিপিএলে প্রথমবারের মতো ব্যাট হাতে নেমেছিলেন বরিশালের ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বি। ম্যাচে ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে করেছেন ২৯ বলে ৩৯ রান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বরিশালের এই ক্রিকেটার জানালেন দল থেকে পূর্ণ স্বাধীনতাই পাচ্ছেন তিনি। ফজলে রাব্বি বলছিলেন, 'প্রথমত আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে সুযোগ পেয়েছি। এর আগে দুই ম্যাচে সুযোগ পেলেও ব্যাটিংয়ের সুযোগ হয়নি। তো দলের প্লানই ছিল আজ রাইট-লেফট কম্বিনেশনের। দল থেকে আগে থেকেই বলেছিল খেললে ওপরের দিকেই খেলব। দল থেকে ওই স্বাধীনতা দিয়েছিল যে তুমি তোমার মত খেলো, চেষ্টা করো পাওয়ারপ্লে ব্যবহার করার। আলহামদুলিল্লাহ পেরেছি ব্যবহার করতে সেটা।'

সাধারণত বড় দলে খেললে পারফর্ম করা সহজ হয়ে যায় কি না এমন প্রশ্নে রাব্বি বলেন, 'এটা অনেকটাই, কারণ বড় দলে খেললে হয় কি নিজের উপর চাপটা অনেক কম থাকে। দায়িত্ব নেওয়ার অনেকেই থাকে তো হয় কি যারা নতুন খেলোয়াড় তাদেরকে ওই স্বাধীনতা দেওয়া হয় তুমি তোমার চেষ্টাটা করো না হলো সমস্যা নেই, কিন্তু তোমার ভেতরে যেন চেষ্টাটা থাকে।'

আরও পড়ুন: খুলনাকে বড় ব্যবধানে হারাল বরিশাল

ড্রেসিংরুম থেকে সাকিবের ব্যাটিং দেখতে কেমন লাগে জানতে চাইলে রাব্বি বলেন, 'সাকিব ভাই সবসময় আমাদের উৎসাহ দেয় যারা আমরা খেলতেছি বা খেলছি না সবাইকে ওই বিশ্বাসটা দেন। আজকে টিম মিটিংয়ে সাকিব ভাই বলেছেন যে কেউই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে তো আমাদের ড্রেসিংরুমটা সবসময় হাসিখুশি থাকে কারো ওপরই চাপ নেই। সবাই চেষ্টা করে সেরাটা দেওয়ার জন্য।'

এসএইচ/এফআই