১৫ মার্চের সেই ঘটনা ভুলতে পারেন নি তামিম

২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে ছিল বাংলাদেশ দল। ওই সময়েই দেশটিতে ঘটে ভয়াবহ সন্ত্রাসী হামলা। দুইটি মসজিদে হামলায় নিহত হন ৫১জন। যার একটি আন নূর মসজিদে জুম্মার নামাজ পড়তে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। 

অল্পের জন্য ওই সময় প্রাণে বেঁচে যান তামিম ইকবালরা। দুই বছর পর একই সময়ে আবারও নিউজিল্যান্ডে সফর করছে বাংলাদেশ। ১৫মার্চ পূর্ণ হয় ক্রাইস্টচার্চ হামলার দুই বছর। এদিনই স্থানীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দুঃসহ ওই স্মৃতি মনে করেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 
 
ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার সবকিছুই মনে আছে বলে জানান তিনি, ‘যেখানে গুলি চলছিল আমরা পঞ্চাশ গজ দূরেও ছিলাম না ওই জায়গা থেকে। আমাদের সবকিছুই মনে আছে।’

তবে ওই স্মৃতি মনে থাকলেও নিউজিল্যান্ডে আসতে কোনো ভয় নেই বলে জানান তামিম। ক্রাইস্টচার্চে হামলার মতো ওই ঘটনা পৃথিবীর যেকোনো প্রান্তেই ঘটতে পারতো বলে মনে করেন তিনি। 

তামিম বলেন, ‘ওই দুঃখজনক ঘটনা ছাড়াও নিউজিল্যান্ড আরও অনেক কিছু দেওয়ার মতো আছে। নিউজিল্যান্ড খুব সুন্দর দেশ। সবাই দারুণ মানুষ আর আমাদের ওই বাজে ঘটনা ছাড়াও এখানে আরও অনেক সুন্দর অভিজ্ঞতা আছে। আর এটা যেকোনো জায়গাতেই ঘটতে পারত।’

এমএইচ/এটি