এক যুগ ধরে সিনিয়র ক্রিকেটাররাই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন। তবে সময়ের পরিক্রমায় তারা এখন রয়েছেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। যে কারণে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে চাচ্ছেন নতুনদের মধ্য থেকেই নেতৃত্বের দায়িত্ব দিতে। 

মঙ্গলবার মিরপুর শের-ই বাংলার প্রেস কনফারেন্স কক্ষে ইংল্যান্ড সিরিজের আগে কথা বলেছেন হাথুরু। সেখানে অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা (নতুন নেতৃত্ব) চ্যালেঞ্জ না, দায়িত্ব। আমরা জানি চারজন সিনিয়র ১৫-১৭ বছর ধরে খেলছে। তারা আরও ১০ বছর খেলবে না। আমাদের এখনই পরের প্রজন্মের নেতৃত্ব তুলে আনতে হবে। আমাদের তুলতে হবে না। ভালো পারফরম্যান্স ও আচরণের মাধ্যমে তারা নিজেরাই নিজেদের তুলে আনবে।’

আরও পড়ুন : ‘ইংল্যান্ড সিরিজে শিষ্যদের আক্রমণাত্মক দেখতে চান হাথুরু’

তিনি আরও বলেন, ‘লিটন, মিরাজ ও শান্ত ওখানে ছিল। তাসকিন, ফিজও (মুস্তাফিজ) ছিল জিমে। অ্যাটিচিউড, নিজেদের প্রস্তুত করা ও ড্রেসিংরুমে আচরণের দিক থেকে তারা এখন অনেক এগিয়েছে। পারফরম্যান্সের দিক থেকেও তারা বাংলাদেশ ক্রিকেটের পরের ধাপের নেতৃত্ব দিতে সক্ষম।’

পরিবারই হাথুরুর শক্তির জায়গা উল্লেখ করে টাইগার কোচ বলেন, ‘মানুষ কী চিন্তা করে সেটা ভেবে লাভ নেই। আমার একটা শক্তির জায়গা হচ্ছে, আমি জানি কী চাই। আমি সেটার পেছনেই যাই, যেটা আমি চাই। নিজের ঠিক বিশ্বাসের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। ছোটবেলা থেকেই এটা আমার শক্তির জায়গা। আমার বাবা ছিলেন সেনাবাহিনীতে আর মা নার্স। শুরুতে আর্মি বাবার কঠোরতা দেখেছি, পরে নার্স মায়ের কোমলতা। আমার ধরন মনে হয় ওখানেই গড়ে উঠেছে। আমি মানুষের সঙ্গে সৎ থাকি। যা ঘটে, তাই বলি।’

এসএইচ/এএইচএস