ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গেল মৌসুমেও মোহামেডানেই নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। তবে জাতীয় দলের ব্যস্ততা থাকায় কোনো ম্যাচেই দলটির হয়ে মাঠে দেখা যায়নি দেশের ক্রিকেটের বড় এই পোস্টার-বয়কে। যদিও সেবার মোহামেডান সুপার লিগে উঠতে ব্যর্থ হওয়ায় সাকিব পরবর্তীতে শর্তসাপেক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছিলেন।

চলতি বছরেও সাকিব নাম লিখিয়েছেন মোহামেডান দলে। শনিবার (১১ মার্চ) রাজধানীর এক হোটেলে দলের কর্মকর্তা ও অধিনায়কসহ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাকিব। সেখানে তিনি বলেন, ‘চেষ্টা থাকবে সবগুলো ম্যাচ খেলার। মাহবুব ভাই যেটা বললেন, জাতীয় দলের কমিটমেন্ট আছে, আইপিএল আছে। এর মাঝখানেই যথাসম্ভব দলের সঙ্গে থেকে ম্যাচগুলো খেলার চেষ্টা করব।’

সবশেষ দুই মৌসুমে ভালো দল গড়েও সাফল্যের চূড়া স্পর্শ করতে পারেনি মোহামেডান। যে কারণে এবার সাকিবের চাওয়া বড় কিছু, ‘মোহামেডান সুপার লিগে না যাওয়ার বড় কারণ হচ্ছে আমরা অনেকগুলো খেলোয়াড় ছিলাম যারা খেলতে পারিনি, সার্ভিস দিতে পারিনি। স্বাভাবিকভাবে জাতীয় দলের কমিটমেন্টের কারণে দিতে পারিনি। আশা করি এবার আমরা দল হিসেবে খেলতে পারবো এবং কাঙ্ক্ষিত ফল আনতে পারবো; যেটা মোহামেডান অনেকদিন ধরেই চাচ্ছে।’

সাকিব আরও বলেন, ‘একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে একসঙ্গে দল হিসেবে খেলতে পারা। এক ম্যাচ খেললাম, আরেকটা খেলতে পারলাম না; এটা খুব একটা ভালো দিক না। তারপরও সময় স্বল্পতার কারণে আপনি এটি এড়িয়ে যেতে পারবেন না। যেহেতু সবাই পেশাদার ক্রিকেটার, যার যার জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করবো। আশা করি আমরা সফল হবো।’

আরও পড়ুন : ‘সাকিব-রিয়াদদের অধিনায়ক ইমরুল কায়েস’

বর্তমানে সাকিবের নেতৃত্বে টাইগাররা ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। ইতোমধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে প্রথমবারের ইংলিশদের টি-টোয়েন্টিতে হারানোর ইতিহাস গড়েছেন তারা। চলমান সিরিজ শেষ হলে, আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে। সবমিলিয়ে ব্যস্ততার মধ্য দিয়েই কাটবে সাকিবদের সাম্প্রতিক সময়।

এসএইচ/এএইচএস