ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের ক্রিকেটাররা খারাপ খেললে সমালোচনা কম হয় না। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়েও কথা হয়, ট্রল হয়। সমালোনচার তীর ছুটে যায় তার দিকে। তবে পাপন এসব কিছুই দেখেন না কারণ তিনি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করেন না। তবে মাঝে মাঝে অন্য ব্যক্তিদের থেকে এসব ট্রলের কথা শোনেন। 

রোববার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবি বস পাপন। সেখানে ট্রল সমালোচনার প্রসঙ্গ আসলে তিনি বলেন, ‘শুনেন, এখানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের কিছু বলার পেছনে কিছু কারণ থাকে। প্রথম কথা হচ্ছে, আমার ফেসবুক নাই, টুইটার, ইনস্টাগ্রাম কিছুই নাই। কাজে আমি এসব দেখি না। তবে মানুষের কাছে শুনি মাঝেমধ্যে। কথা হচ্ছে একটা পরিকল্পনা নিয়ে আগানো হচ্ছে এখন। পরিকল্পনা নিয়ে আগানোর পরে একটা ছেলের ওপর যখন ইনভেস্ট করা হয়। দেখেন, লিটন ও সৌম্যকেও অনেক সুযোগ দেওয়া হয়েছে।’

এ সময় সৌম্যকে নিয়ে পাপন বলেন, ‘একটা পর্যায়ে এসে সৌম্য এখন দল থেকে বাইরে আছে। ও পারফর্ম করলে চলে আসবে। কিন্তু মেইন স্কোয়াডে নেই। লিটন খুবই ভালো খেলছিল। এই সিরজে প্রত্যাশা মতো পারফর্ম করেনি। ওর মধ্যে প্রতিভা আছে সেটা জানতে পেরেছি, বুঝতে পেরেছি।’

নাজমুল হোসেন শান্তকে নিয়েও কম সমালোচনা হয়নি সেটা নিয়ে পাপন বলেন, ‘শান্তও একই, অনেক আগে থেকে। যখন স্টিভ রোডস আসলো তখন থেকে সুযোগ দেওয়া হচ্ছে। আস্তে আস্তে পারফর্মও করছে। আমি জানি না কেন মানুষ একটু বেশি অধৈর্য হয়ে গিয়েছিল ওর ব্যাপারে। ও যখন করছিল না তখন আমরা অধৈর্য হয়েছিলাম। আশ্চর্য লাগে ও যখন পারফর্ম শুরু করেছে, তখন যখন বলা হয় সেটা কিন্তু একেবারে উল্টা হয়ে যায়।'

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে তরুণ খেলোয়াড়দের পরামর্শ দিয়ে পাপন বলেন, ‘যাই হোক, আমি খেলোয়াড়দের একটা কথাই বলি বিশেষত নতুন খেলোয়াড়দের এসব কিছু দেখবাও না, শোনবাও না। তোমাদের দরকার নেই। খেলায় মনোযোগ দাও। তবে আমার মনে হয় ধারাবাহিকভাবে যেহেতু পারফর্ম করছে। এবং অবশ্যই সেরা ফিল্ডার। এখন এই জিনিসটা (সমালোচনা) কমে যাবে।'

এসএইচ/এইচজেএস