প্রস্তুতি ম্যাচের দলে সৌম্য-মুশফিক
ছবি: সংগৃহীত
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আজই শেষ হলো। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য প্রস্ততিতে নামছে টাইগাররা। চলতি মাসের ১৮ তারিখ থেকে আইরিশদের বিপক্ষে সিরিজ শুরু। তবে তার আগে আগামীকাল (১৫ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ।
এই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই দলে রয়েছেন আইরিশদের বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে থাকা ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, জাকির হাসানরা। এছাড়া দলের বাইরে থাকা সৌম্য সরকারও আছেন এই দলে।
বিজ্ঞাপন
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ- সৌম্য সরকার, আশিক আহমেদ রোহান, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলি অনিক, শাহাদাত হোসেন দিপু, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, জাকির হাসান, মুশফিক হাসান ও আরিদুল আকাশ।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও জাকির হাসান।
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস