বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুশফিকুর রহিম। ক্যারিয়ারের বেশির ভাগ সময়েই চার নম্বর পজিশনে ব্যাট করে আসছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে চলতি আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুশফিককে দেখা যাচ্ছে ৬ নম্বর পজিশনে ব্যাট করতে। অবশ্য এই ছয় নম্বর পজিশনে ব্যাট করাকে ভালো সুযোগ বলছেন তিনি নিজেই।

বৃহস্পতিবার (২৩ মার্চ) আইরিশদের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলার সময় মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, ছয় নম্বরে ব্যাটিং করাটা আমার জন্য ভালো সুযোগ ছিল। আমার যদি মনে থাকে তাহলে আগেও আমি এটা করেছি। তারপরও আমার মনে হয় শুরুর দিকে উইকেট খানিকটা ভেজা ছিল। কিন্তু আমাদের ওপেনার, তিন কিংবা চারে যারা খেলেছে তারা দারুণ ব্যাটিং করেছে। এমন উইকেটে ব্যাটিং করাটা আমি উপভোগ করেছি। কারণ ব্যাটিং করার জন্য বেশ ভালো উইকেট ছিল। আমি শুধু আমার দক্ষতা কাজে লাগিয়েছি।’

চলমান সিরিজেও ব্যাট হাতে রান করছেন নাজমুল হোসেন শান্ত। সেই সঙ্গে হাসছে ওয়ানডে অভিষিক্ত তাওহীদ হৃদয়ের ব্যাটও। মুশফিকের মতে, ‘সিনিয়র ক্রিকেটার হিসেবে অবশ্যই এটা আমাদের আত্মবিশ্বাস যোগায়। কারণ যখন হৃদয়, শান্তর মতো তরুণরা রান করে তখন প্রথম বলে গিয়েই মারার সুযোগ করে দেয়। এটা আমাদের জন্য স্বস্তিদায়ক। আমাদের আসলে কোনো চাপ নেই। আমরা শুধু যাই আর নিজেদের প্রকাশ করি।’

মুশফিক যোগ করেন, ‘আপনি যখন ওইরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন এবং অপরপ্রান্তে একজন তরুণ থাকবে তখন সেটা উপভোগ্য। আশা করি আমি এটা বয়ে নিতে পারবো।’

এদিকে, সিলেটের উইকেট নিয়ে মুশফিক বলছিলেন, ‘এটা আসলে পুরোটা কন্ডিশনের ওপর নির্ভর করে। আমরা সবশেষ দুই-তিন সিরিজে এমন স্পোর্টিং কন্ডিশনে খেলিনি। সেখানে স্পিনার ও পেসারদের জন্য সুবিধা ছিল। আমার মনে হয় এবারই প্রথম ব্যাটিং করার উইকেট এত ভালো ছিল। আমরা নিজেদের এক্সপ্রেস করতে চাই। দেখা যাক ব্যাটিং ইউনিট হিসেবে কতদূর যেতে পারি।’

নতুন করে চন্ডিকা হাথুরুসিংহে ফিরেছেন টাইগার ডেরায়। আর কোচ হাথৃরুকে নিয়ে মুশফিক বলেন, ‘নতুন কোচ এসেছে, তার সঙ্গে আমাদের বন্ডিংটা ভালো। আশা করি আমরা পুরো বছর এই মোমেন্টাম ক্যারি করতে পারবো। আমার মনে হয় ভালো একটা দল নিয়েই বিশ্বকাপে যাবো। ’

এসএইচ/এফআই