শুরুর ধাক্কা সামলে লিটনের দলের বড় সংগ্রহ
ঘরের মাঠে বলিউড সুপারস্টার শাহরুখ খানের উপস্থিতিতে ভালোই উজ্জ্বীবিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে তার দল মাত্র ২৬ রানে দুই উইকেট হারায়। এছাড়া অধিনায়ক নীতিশ রানা ও আন্দ্রে রাসেলের ব্যাটিং ব্যর্থতার দিনে স্বল্প পুঁজির শঙ্কায় ছিল কলকাতা। তবে সেই ধাক্কা দারুণভাবে সামলে নিয়েছে শাহরুখের দল। টাইগার ওপেনার লিটন দাসের অনুপস্থিতিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতা ৭ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ পেয়েছে।
কেকেআরের বড় পুঁজিতে সবচেয়ে বড় ভূমিকা পেসার শার্দূল ঠাকুরের। ২৯ বলে ৬৮ রানে ঝড়ো ইনিংসে এলোমেলো হয়ে যায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা। ২৩৪ স্ট্রাইক রেটে ব্যাট করা শার্দূল ৩টি ছয় এবং ৯টি চারের বাউন্ডারি খেলেছেন। যার বদৌলতে নির্ধারিত ওভার শেষে কলকাতা বেঙ্গালুরুর সামনে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে। তবে শার্দূল ছাড়াও ব্যাটে শেষদিকে ঝড় তুলেছেন রিঙ্কু সিং। তার আগে লড়াইয়ের ভিত গড়ে দেন রহমানুল্লাহ গুরবাজ।
বিজ্ঞাপন
আরও পড়ুন : সাকিবকে খেলাতে সর্বোচ্চ চেষ্টা ছিল কলকাতার, ‘মানেনি বিসিবি’
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। ভারতীয় ব্যাটার বিরাট কোহলির সঙ্গে তিনি নিজেদের প্রথম ম্যাচে বোলারদের নাভিশ্বাস তুলেছিলেন। দুর্দান্ত সেই জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচের শুরুতে কলকাতাকে চাপের মুখে ফেলে দেয় বেঙ্গালুরু। তাই মনে হয়েছিল বৃষ্টি আইনে আগের ম্যাচ হারা কলকাতা এই ম্যাচেও হতাশা নিয়েই ফেরে কিনা!
বিজ্ঞাপন
এদিন ম্যাচের তৃতীয় ওভারে ইংলিশ পেসার ড্যাভিড উইলির পরপর দুই বলে আউট হয়ে ফেরেন ওপেনার ভেঙ্কটেশ আয়ার ও মনদীপ সিং। উইলির দুর্দান্ত ডেলিভারিতে দু’জনই বোল্ড হয়েছেন। এরপর অধিনায়ক নীতিশ রানা ও মারকুটে ব্যাটার আন্দ্রে রাসেলও ব্যাটে হতাশা উপহার দিয়েছেন। রানা ১ এবং রাসেল আউট হন রানের খাতা খোলার আগেই। একপ্রান্তে হাল ধরেন তাদের আসা-যাওয়ার দৃশ্য দেখতে থাকা আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এরপর ৪৪ বলে ৫৭ রান করা গুরবাজকে ফিরিয়ে দেন স্পিনার কার্ন শর্মা।
আরও পড়ুন : কলকাতায় কপাল পুড়ল লিটনের?
এরপর অবশ্য কলকাতা ভেঙে পড়েনি। শার্দূল ও রিঙ্কু সিং মিলে বোলারদের ভালোই তুলোধুনা করেছেন। দুজনের মারমুখী ব্যাটে ৪৫ বলে স্কোরবোর্ডে যোগ হয় ১০৩ রান। শার্দূলের ৬৮ রানের পর রিঙ্কু ৪৬ রান করে ফেরেন। ততক্ষণে দুইশ ছোঁয়া টার্গেট পেয়ে যায় শাহরুখের দল।
বেঙ্গালুরুর হয়ে উইলি ও কার্ন ২টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সিরাজ, মিচেল ব্র্যাসওয়েল ও হাশাল প্যাটেল নিয়েছেন একটি করে উইকেট।
এএইচএস