আম্পায়ারের সমালোচনা করে শাস্তি পেলেন অশ্বিন
আইপিএলের সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারানোর পেছনে ভূমিকা ছিল রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিনের। নির্ধারিত ৪ ওভারে ২৫ রানে অশ্বিন নিয়েছেন দুটি উইকেট। আর তাতেই তীরে গিয়েও তরী ডুবে যায় চেন্নাইয়ের। মাত্র ৩ রানে তারা ম্যাচটি হেরে যায়। কিন্তু ম্যাচ শেষে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচসেরা হওয়া অশ্বিন। যা ভালোভাবে নেয়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তার।
ম্যাচ শেষে অশ্বিন বলেছিলেন আম্পায়ারের সিদ্ধান্তে তিনি বিভ্রান্ত হয়েছেন। চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় হঠাৎ করেই আম্পায়ার বল বদলে দেন—এটা কেন করলেন আম্পায়ার, সেটিই বুঝতে অক্ষম ভারতীয় অফ স্পিনার। একই সঙ্গে জানিয়েছেন এবারের আইপিএলে আম্পায়ারদের কিছু কিছু সিদ্ধান্ত তাকে বেশ বিভ্রান্ত করছে।
বিজ্ঞাপন
চেন্নাইয়ের ইনিংসের দ্বাদশ ওভারে অশ্বিনের বলে শিভাম দুবে এলবিডব্লিউ হওয়ার পর পরই বল বদলান আম্পায়াররা। সাধারণত শিশিরের কারণে বল গ্রিপ করতে সমস্যা হলে ফিল্ডিং দলের অনুরোধে বল বদলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। কিন্তু এই ম্যাচে রাজস্থানের পক্ষ থেকে এমন কিছু চাওয়া হয়নি বলে জানান অশ্বিন। আম্পায়ারের এমন সিদ্ধান্তে খুশি হতে পারেননি ভারতীয় এই ক্রিকেটার।
ম্যাচের কোনো ঘটনা নিয়ে প্রকাশ্যে খেলোয়াড়, অফিসিয়ালদের নিয়ে অনুপযুক্ত মন্তব্য করা আইপিএলের নিয়মনীতি বহির্ভূত। যা লেভেল-১ বিধি ভাঙার শামিল। ফলে অশ্বিনের শাস্তি পাওয়া প্রায় অবধারিতই ছিল। পরবর্তীতে তিনিও অবশ্য ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।
বিজ্ঞাপন
এএইচএস