বাংলাদেশ এমন দল না
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে শনিবার ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে গুটিয়ে গেছে টাইগাররা। সে ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে মন্দ করেননি অভিষেক হওয়া স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ৬ ওভার বল করে মোটে ১৭ রান দিয়েছেন তিনি।
ম্যাচ হারলেও অধিনায়ক তামিম ইকবালের কাছ থেকে প্রশংসিত হয়েছেন তিনি। সে মেহেদী প্রশংসা করলেন পেসার তাসকিন আহমেদকে। ম্যাচে তাসকিন ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছে। উইকেট খুব বেশি না পেলেও গতি দিয়ে কাবু করেছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। দলীয় স্কোর বড় হলে বোলারদের লড়াইটা জমতো বলে মনে করেন মেহেদী।
বিজ্ঞাপন
রোববার নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের পেস বোলাররা ভালো বল করছে। যেহেতু আমরা স্কোরবোর্ডে বড় রান দাঁড় করাতে পারি নাই...। ওই দলে গাপটিল ছিল, সে খুব আক্রমণাত্মক ছিল। সে হয়তো বা সুযোগ নিয়েছে লো স্কোরিং ম্যাচের জন্য। গাপটিল ছাড়া মনে হয় না অন্য ব্যাটসম্যানরা খুব আরামে, স্বাচ্ছন্দ্যবোধ করে খেলতে পারছে।’
মেহেদী আরও যোগ করেন, ‘যদি তাসকিনের কথা বলতে চান, তাসকিন খুব ভালো বল করেছে। খুব ভালো পেসে বল করেছে। হাসানও ভালো বল করছে, মুস্তাফিজও ভালো ভালো করছে। কিন্তু সবমিলিয়ে তাসকিন খুব ভালো বল করছে লাস্ট ম্যাচে।’
বিজ্ঞাপন
অধিনায়ক তামিমের সুরে সুর মিলিয়ে মেহেদী জানালেন ১৩১ রানে অলআউট হওয়ার মতো দল না বাংলাদেশ। দিনটা খারাপ গেছে তাদের। তবে ঘুরে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ লাল-সবুজের প্রতিনিধিরা।
মেহেদী জানান, ‘আমাদের দলটা আসলে এ রকম না। ওটা একটা খারাপ দিন ছিল যে কেউ ভালো করতে পারেনি। তাই আমরা ভুলে যাচ্ছি, সামনে ম্যাচ আছে ওইটা দিকে দৃষ্টি রাখছি। ইনশাআল্লাহ খুব ভালো হবে আমাদের টিম কম্বিনেশন খুব ভালো আছে। হ্যা টিম কন্বিনেশন অনুযায়ী পারফর্ম করলে ইনশাল্লাহ ফলাফল ভালো হবে।’
টিআইএস/এমএইচ