বাফুফে ভবনের চার তলা আগে ব্যবহার হতো জাতীয় ফুটবল দলের ক্যাম্প হিসেবে। গত কয়েক বছর যাবৎ চলছে নারী ফুটবল দলের ক্যাম্প। বাফুফে ভবনের চার তলায় কখনো ক্লাবের দল ক্যাম্প করেনি। এবার সেই ব্যতিক্রম কাজ হচ্ছে। ২৭ মার্চ শুরু হতে যাওয়া লিগে প্রথমবারের মতো অংশ নিচ্ছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। এই ক্লাব ক্যাম্প করছে বাফুফে ভবনের চার তলায়। 

নারী ফুটবল লিগে অংশ নেওয়ার কথা দশটি দলের। নয় ক্লাবের সঙ্গে খেলার কথা ছিল বাফুফে অনুর্ধ্ব ১৭ নারী ফুটবল দলের। তাদের দলটি শেষ পর্যন্ত লিগে না খেলানোর সিদ্ধান্ত নেয় বাফুফে। ওই দলের অধিকাংশ ফুটবলার আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাবে খেলছে। অ-১৭ ফুটবলারদের বড় অংশ একটি ক্লাবে খেলা ও ওই ক্লাবের ফুটবলারদের বাফুফে ভবনে ক্যাম্প করানো নিয়ে অংশগ্রহণকারী ক্লাবের অনেকের প্রশ্ন রয়েছে। 

এফসি ব্রাহ্মণবাড়িয়া ক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জুবায়ের এই প্রসঙ্গে বলেন,‌ ‘আমরা লিগে ভালো অবস্থানে থাকার ব্যাপারে আরও বেশি আশাবাদ ব্যক্ত করতে পারতাম যদি অ-১৭ ফুটবলারদের কোনো দলে না খেলতে দেওয়া হতো। ওই ফুটবলারদের খেলতে দেওয়ার পাশাপাশি তাদের বাফুফে ভবনে রাখাও হচ্ছে।’

নারী ফুটবল লিগে অংশ নেওয়া ক্লাবগুলো ছাড়াও ফুটবল সংশ্লিষ্ট অনেকেই বাফুফে ভবনে ক্লাবের ক্যাম্প নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিষয়টি পরিষ্কার করেছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান ও নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ।

তিনি বলেন, ‘তারা (আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাব) অন্য জায়গায় ক্যাম্প করতে চেয়েছিল। এই দলে যেহেতু অ-১৭ দলের ফুটবলার রয়েছেন কয়েকজন। আমাদের কিছুটা পর্যবেক্ষণে রাখার দরকার রয়েছে এজন্য এখানে রাখতে বলেছি। তারা এখানে থাকলেও ইতোমধ্যে আবাসন ও খাবারের খরচের অর্থ দিয়েছে। বাফুফের দৃষ্টিতে সকল ক্লাবেই সমান। আমরা কাউকে কম-বেশি সুবিধা দিচ্ছি না।’

গত লিগে বসুন্ধরা কিংস একচ্ছত্র ভাবে প্রাধান্য বিস্তার করে লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এবার কিংসের অন্যতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবারের লিগটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন।

তিনি বলেন, ‘‌এবারের লিগটি আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নারী ফুটবল পেশাদার লিগের মর্যাদা পেলে এএফসি'র টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে।’

২৭ মার্চ শুরু হবে নারী ফুটবল লিগ। শনিবার ছিল দলবদলের শেষ দিন। দলবদলের শেষ দিনে এসেছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিংসের কোচ ফয়সাল মাহমুদ গত বারের মতো এবারও শিরোপা জয়ের আশা ব্যক্ত করেছেন,‌ ‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই। গতবারের মতো এবারও আমাদের দল শক্তিশালী। এবার একটু প্রতিদ্বন্দ্বিতা বেশি হবে। আমরা এজন্য প্রস্তুত রয়েছি।’ 

এজেড/এমএইচ