ছবি: সংগৃহীত

গেল বছর অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে দুই অর্ধ-শতকের দেখা পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকেই ব্যাট হাতে বদলে যেতে শুরু করেছেন এই ওপেনার। ঘরের মাটিতে সর্বশেষ বিপিএল বা ইংল্যান্ড, আয়ারল্যান্ড সিরিজ সবখানেই নিজেকে প্রমাণ করেছেন শান্ত।

আন্তর্জাতিক ব্যস্ততা শেষে শান্ত এখন খেলছেন দেশের ঘরোয়া ক্রিকেটে। তবে শুরুর কয়েক ম্যাচে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না বাঁহাতি এই ব্যাটার। তবে রোববার সিটি ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে পেয়েছেন সেঞ্চুরির দেখা। দলকে জিতিয়ে ১০২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শান্ত। তার এমন ইনিংসে দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বেজায় খুশি। 

তবে শুরুর দিকে শান্তর ব্যাটে রান না পাওয়ায় হতাশ ছিলেন সুজন। অবশ্য আজ বিকেএসপিতে ম্যাচ শেষে গণমাধ্যমেে মুখোমুখি হয়ে সুজন বলেন, 'শেষ কয়েকটা বলতে একটা ম্যাচে ২১ এবং একটাতে ২ করেছে। আমরাও হতাশ ছিলাম। কিন্তু শান্ত সবসময় আবাহনীর জন্য রান করে। সর্বোচ্চ রান করেছে মনে হয় গত দুই তিন বছরে। ওর কাছে পাওনা ছিল। খুব ভালো একটা দিনে একশ করল। এবং ব্রিলিয়ান্ট একটা সেঞ্চুরি আমি মনে করি যে দারুণ ব্যাটিং করেছে।'

জাতীয় দলের বাইরে থাকা আফিফ, বিজয় এবং নাইম শেখ খেলছেন আবাহনীর হয়ে। তাদের পারফর্মম্যান্সের মূল্যায়ন জানতে চাইলে সুজন বলেন, 'নাইম আর বিজয় তো এক-দুইয়ের মধ্যেই আছে। ফলাফলই বলে দেয় তারা কতটা ভালো খেলেছে। আজকে হয়তো রান করতে পারেনি কিন্তু আমি মনে করি, নাইম এক, বিজয় দুইয়ে এরা দুজনই খুব ভালো খেলেছে। আমি মনে করি আমার জন্যও কাজ খুব সহজ হয়েছে। মিডল অর্ডারে যে কয়দিন ব্যাট করেছে আফিফ রান করেছে। আজকে হয়তো সে আনলাকি ছিল।' 

এসএইচ/এইচজেএস