সাকিব যা খাচ্ছেন তাতেই মজা পাচ্ছেন!
নিজের ফেসবুক পাতায় ছবিটা শেয়ার করে সাকিব লিখেছেন, ইদানীং যা-ই খাচ্ছি সবই মজা লাগছে! কেনো বলুন তো?
কথার ঝড়ে রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছেন সাকিব আল হাসান, সে আগুনের উত্তাপ ভালোই টের পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। এদেশের ক্রীড়াঙ্গন তো বটেই, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু টাইগার অলরাউন্ডার। শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে সাকিব-বিসিবি সম্পর্ক! এ নিয়ে যখন জোর আলোচনা, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন সাকিব। যেখানে তিনি লিখেছেন, যা-ই খাচ্ছি সবই মজা লাগছে!
নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন সাকিব। যেখানে একটি বার্গারে কামড় দিতে দেখা যাচ্ছে তাকে। তবে ছবি দেখে বোঝার উপায় নেই এটি কোনও বিজ্ঞাপন চিত্র কি না। সেই ছবির সঙ্গে সাকিব একটি লেখা জুড়ে দিয়েছেন। যেখানে প্রশ্ন ছুড়ে দিয়ে সাকিব লিখেছেন, ‘ইদানীং যা-ই খাচ্ছি সবই মজা লাগছে! কেন বলুন তো?’
বিজ্ঞাপন
Caption: ইদানীং যা-ই খাচ্ছি সবই মজা লাগছে! কেন বলুন তো?
Posted by Shakib Al Hasan on Sunday, March 21, 2021
সাকিব উত্তাপ ছড়িয়েছেন গত শনিবার রাতে একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে এসে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে মন্তব্য করেন তিনি। অভিযোগের আঙুল তোলেন একাধিক বোর্ড পরিচালকের দিকে। এরপর পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে গড়াচ্ছে। সাকিবের মন্তব্যের জেরে রোববার নিজ বাসায় বৈঠকে ডাকেন খোদ বিসিবি সভাপতি। পরিস্থিতি শান্ত না হতে আরও একটি সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। সেখানেও কাঠগড়ায় উঠেছে বাংলাদেশ ক্রিকেটের রীতি।
বিজ্ঞাপন
উত্তপ্ত পরিস্থিতিতে নিজের ফেসবুক পেজে এমন ক্যাপশনের ছবি নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সমর্থকদের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে, বিতর্কের আগুনে কি ঘি ঢেলে দিচ্ছেন সাকিব?