বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও নেই রস টেলর
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এ সিরিজের স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে টাইগারদের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে ছিলেন না রস টেলর। আগামীকাল মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এ ম্যাচেও খেলা হবে না টেলরের। চোট ভালো না হওয়ায় তাকে মাঠে নামাবে না বলে জানিয়ে দিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড।
— BLACKCAPS (@BLACKCAPS) March 22, 2021
মূলত হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন টেলর। গত ১১ মার্চ প্লাঙ্কেট শিল্ডে তার দল সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে ওয়েলিংটন ফায়ারবার্ডসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে বিপত্তি বাধান তিনি। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডের দল থেকে ছিটকে গেলেও দলের সঙ্গেই থাকবেন টেলর। চোট থেকে পুরোপুরিভাবে সেরে উঠলে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামতে পারেন এ ব্যাটসম্যান।
বিজ্ঞাপন
এদিকে কনুয়ের চোটের কারণে গোটা ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। টম লাথামের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের স্কোয়াড দিয়েছে কিউইরা। স্বাগতিক দলের ব্যাটিং অর্ডারের দুই স্তম্ভ একই সঙ্গে না থাকলেও বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে হেসেখেলে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ডানেডিনে ৮ উইকেটে পাওয়া জয়ের পর আগামীকাল মঙ্গলবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।
টিআইএস/
বিজ্ঞাপন