খেলা চলাকালে জানা গেল করোনা পজিটিভ, আইসোলেশনে আম্পায়ার
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চলছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ। প্রথম দিনে সিলেটের মুখোমুখি হয় সাতবারের চ্যাম্পিয়ন খুলনা। প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলা শুরু হয় সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায়। এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে খুলনা বিভাগ। খেলা শুরুর কিছুক্ষণ পর রিপোর্ট আসে করোনা টেস্টের। প্রথম দিনের রিপোর্টে করোনা পজিটিভ হয়েছেন খুলনায় ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রিজার্ভ আম্পায়ার সাইফুল ইসলাম জুয়েল।
বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গেই তাকে আইসোলেশনে নেওয়া হয়। তিনি করোনা পজেটিভ হলেও যথাযথ প্রটোকল মেনে চলার কারণে খেলায় কোনো প্রভাব পড়বে না বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন বিসিবির চিকিৎসক বেলাল হোসেন পলাশ। এদিকে সাইফুলের পরিবর্তে দায়িত্ব পালন করতে মাঠে যোগ দিয়েছেন আম্পায়ার বরকতুল্লাহ তুর্কি।
বিজ্ঞাপন
এ বিষয়ে খুলনা ভেন্যুর দায়িত্বে থাকা বিসিবির চিকিৎসক বেলাল হোসেন পলাশ ঢাকা পোস্টকে বলেন, ‘নিয়মানুযায়ী ঢাকা থেকে খুলনায় এসে রোববার ক্রিকেটার ও ম্যাচ সংশ্লিষ্ট সকলের করোনা টেস্ট করা হয়। সেই টেস্টের রিপোর্ট সোমবার সকালে আমরা পেয়েছি। রিপোর্টে রিজার্ভ আম্পায়ার সাইফুল ইসলাম জুয়েলের করোনা পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গেই তাকে আইসোলেট করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তাকে যথাযথ প্রটোকল মেনেই হোটেলের কক্ষে আইসোলেশনে নেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। আজই আবারও তার নমুনা সংগ্রহ করা হয়েছে। যার রিপোর্ট মঙ্গলবার (২৩ মার্চ) পাওয়া যাবে। পুনরায় পরীক্ষা করার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।’
বিজ্ঞাপন
বিসিবির চিকিৎসক বেলাল হোসেন পলাশ বলেন, ‘আমি নিজে ২০ মার্চ খুলনায় এসেছি। আসার পর দুই দিন আইসোলেশনে ছিলাম। এছাড়া প্রত্যেক খেলোয়াড় ও সংশ্লিষ্টরা আইসোলেশনে থাকায় এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় চিন্তার কোনো কারণ নেই। তাই সাইফুলের করোনা পজিটিভ হওয়ায় খেলায় কোনো প্রভাব পড়বে না।’
এমএইচ/এসএসএইচ