বাংলাদেশ দল অনুশীলন করে দশরথ স্টেডিয়াম ছাড়ল। এর কয়েক মিনিটের মধ্যেই প্রবেশ করল কিরগিজিস্তান অনুর্ধ্ব-২৩ দল। উচ্চতা ও শারীরিক গঠনে মতিন-সোহেলদের চেয়ে এগিয়ে অনেকটা। শুধু বয়সে ও জাতীয় দলের জার্সির অভিজ্ঞতায় খানিকটা পিছিয়ে। 

বাংলাদেশের সিনিয়র ফুটবলার সোহেল রানা অবশ্য বয়স ও খেলার অভিজ্ঞতাকে খুব বেশি বিবেচনায় না এনে প্রতিপক্ষকে অনেকটা ফেভারিটের তকমা দিয়ে দিচ্ছেন, ‘কিরগিজ যুব দল সম্পর্কে আমাদের ধারণা নেই। তাদের মূল দল তো অনেক ভালো। এই দলটিও ভালো হবে।’ 

কোচ জেমি ডে প্রতিপক্ষ ও টুর্নামেন্ট নিয়ে কথা বললেন না তেমন, ‘আমি আমার ফুটবলারদের দেখতে চাই। তারা কতটুকু প্রস্তুত জুনের জন্য। গত বছর কাঠমান্ডু গেমসে (এসএ গেমসে) ব্যর্থ হয়েছি। এবার যদি ভালো খেলে ট্রফি জিততে পারে সেটা হবে অসাধারণ। তবে আমার মূল লক্ষ্য আমার দলকে দেখা।’ 

জেমি বরাবরই খেলোয়াড়দের পরখের কথা বললেও ফাইনালের দিকে চোখ একেবারে এড়িয়ে যাচ্ছেন না, ‘আমরা দুই ম্যাচে ভালো খেলতে পারলে ট্রফির জন্য লড়াই করা অসম্ভব নয়।’ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান দলের কুশলী মিডফিল্ডার সোহেল রানা, ‘কিরগিজস্তান অ-২৩ দল হলেও তাদের খাটো করে দেখছি না। শারীরিকভাবে তারা আমাদের চেয়ে এগিয়ে থাকবে। আমাদের প্রস্তুতি ও কৌশল যথেষ্ট ভালো রয়েছে। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।’ 

বাংলাদেশ জাতীয় দলে চূড়ান্তভাবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাঁচ জন। কয়েকজন রয়েছেন আগে ডাক পেলেও নামতে পারেননি। সব মিলিয়ে বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে বেশ কয়েকজনের এটা বলাই যায়। অভিষিক্তদের শুভ কামনা জানালেন সোহেল, ‘কোচ নতুনদের দেখতে চান। তারা ভালো করতে পারলে জাতীয় দলে জায়গা পাকা করতে পারবেন। সবাই চেষ্টা করবেন কোচের নজর কাড়তে।’ 

বাংলাদেশ দল সপ্তাহ খানেকের অনুশীলন করলেও কিরগিজদের খুবই স্বল্প প্রস্তুতি। বিভিন্ন দেশে লিগ খেলা ফুটবলাররা একসাথে বিমানে উঠে গতকাল কাঠমান্ডু পৌঁছেছে। এরপরও বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে জয়ের দৃঢ় সংকল্প তাদের, ‘আমরা জুনিয়র সাইড, তারা জাতীয় দল। কিন্তু এরপরও আমরা অবশ্যই জয়ের জন্য নামব।’ বলেন ম্যানেজার আব্বাস তোরেস। 

বাংলাদেশের মতো কিরগিজস্তানও নিজেদের ভবিষ্যত প্রস্তুত করতে এসেছে, ‘আমরা এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপে ভালো খেলতে চাই। এজন্য এখানে এসেছি।’ অনুর্ধ্ব ২৩ দলের সঙ্গে মাত্র দু’জন রয়েছেন সিনিয়র জাতীয় দলের। এটা মূলত অলিম্পিক দল কিরগিজদের। একটি জাতীয় দল আরেকটি অলিম্পিক দল হওয়ায় ম্যাচটি ফিফা টায়ার-১ এর পরিবর্তে টায়ার -২ এর স্বীকৃতি পাচ্ছে। দুই দলের কোচই কাল দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। কার শিষ্যরা কোন কোচের মুখে হাসি ফোটাতে পারেন সেটাই দেখার বিষয়।

আগামীকালের খেলা: 

ত্রিদেশীয় টুর্নামেন্ট

কিরগিজস্তান অ-২৩ দল বনাম বাংলাদেশ
দশরথ স্টেডিয়াম
বিকেল পৌনে ছয়টা (বাংলাদেশ সময়)

এজেড/এমএইচ