সাইফউদ্দিন/ফাইল ছবি

প্রথম টেস্টে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পর ধারণা করা হচ্ছিল বড় পরিবর্তনের। কিন্তু শেষমেশ পরিবর্তন একটা এসেছে বাংলাদেশ দলে। 

তবে সবেধন নীলমণি পরিবর্তনটাও এসেছে বোলিং বিভাগে। হাসান মাহমুদ চোটে পড়েছিলেন প্রথম ম্যাচে। তার জায়গায় অন্তর্ভুক্তি হয়েছে সাইফউদ্দিনের।

এছাড়া দলে আর পরিবর্তন নেই। হাসান চোটে না পড়লে সেটাও সম্ভবত হতো না। অধিনায়ক তামিমের ইঙ্গিত, 'সাইফউদ্দিন ফিরছে মাহমুদের জায়গায়। বাধ্য হয়েই পরিবর্তন আনতে হয়েছে আমাদের।' 

আগের ম্যাচেও টসে হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছিল বাংলাদেশকে। তবে প্রথম ওয়ানডের ব্যাটিং বিপর্যয়ের পুনরাবৃত্তি এদিন কাটানোর আশাবাদ ব্যক্ত করলেন তামিম। প্রথম ওয়ানডের শেষে বলেছিলেন, ব্যাটিংটা দলের গর্বের জায়গা। সে কথাগুলো মঙ্গলবার সকালে টসের সময়ও প্রতিধ্বনিত হলো তামিমের কথায়। 

বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, 'নিজেদের ব্যাটিং নিয়ে আমরা অনেক গর্ব করে থাকি। কিন্তু শেষ ম্যাচে আমাদের ব্যাটিংটা মোটেও আমাদের পক্ষে যায়নি। আজকের উইকেটটা বেশ ভালো দেখাচ্ছে। আশা করছি আমরা ভালো একটা সূচনা করতে পারবো। সেটাকে কাজে লাগাতে চা আমরা।'

প্রথম ওয়ানডেতে ডানেডিনে শুরুর ১৫ ওভারে বলে দারুণ মুভমেন্ট পাচ্ছিলেন নিউজিল্যান্ড পেসাররা। সে চ্যালেঞ্জ আজও দেখছেন তামিম। বললেন, 'সাধারণত, আন্তর্জাতিক ওয়ানডেতে নিউজিল্যান্ডের উইকেটগুলো বেশ ভালো। এমনকি শেষ ম্যাচেও, প্রথম ১৫ ওভারে বল সুইং করছিল। এরপর পরিস্থিতি ভালোর দিকে এগিয়েছে। ফ্ল্যাট উইকেট হোক কিংবা বল মুভ করছে এমন উইকেট, যেখানেই খেলেন না কেন, আপনাকে ভালো ব্যাট করতেই হবে।'

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।