ইংল্যান্ডে যেমন কাটল টাইগারদের প্রথম দিনের অনুশীলন
দুই বহরে মঙ্গলবার ইংল্যান্ডের মাটিতে পৌঁছেছিল ক্রিকেটাররা। এরপর বুধবার (৩ মে) প্রথমবারের মতো লন্ডন পৌঁছে ক্যামব্রিজের এসেক্স মাঠে অনুশীলন করেছে তামিম ইকবালের দল। প্রথম দিনের অনুশীলনে সব ক্রিকেটারই ছিলেন যথেষ্ট সিরিয়াস। অধিনায়ক থেকে শুরু করে দলের সব খেলোয়াড়ের মধ্যেই ছিল নিজের সর্বোচ্চ প্রস্তুতি সেরে নেওয়ার লক্ষ্য।
এদিন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের অধীনে পেসারদের লম্বা রানআপে বোলিং অনুশীলন করতে দেখা যায়। এসময় তরুণ পেসার হাসান মাহমুদকে কয়েকবার স্ট্যাম্প ভাঙতেও লক্ষ্য করা যায়। বিসিবির পাঠানো সেই ভিডিও ফুটেজে মৃত্যুঞ্জয় চৌধুরী, শরীফুল ইসলামকেও বোলিং অনুশীলন করতে দেখা গেছে। পায়ের ইনজুরি থাকা সত্ত্বেও এদিন মাঠে উপস্থিত হন সহকারী কোচ নিক পোথাস।
বিজ্ঞাপন
রঙ্গনা হেরাথের ক্লাসে বোলিং অনুশীলন করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এবং আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেও দেখা গেছে ব্যস্ত সময় পার করতে। মিরাজকে দিয়েছেন ব্যাটিংয়ের টোটকা। অধিনায়ক তামিম থেকে শুরু করে রনি তালুকদার, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত সবাই করেছেন ব্যাটিং অনুশীলন। এদিন নো লুক শটেই মজে ছিলেন তাওহীদ হৃদয়। বেশ কিছুক্ষণ ধরেই এ শটে অনুশীলন করেন এ ব্যাটার।
বিজ্ঞাপন
আইপিএল খেলে দেশে ফিরে দলের সঙ্গে ইতোমধ্যে যোগ দিয়েছেন লিটন দাস। আরেক আইপিএল খেলে ফেরত আসা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান উড়াল দেবেন আজ বৃহস্পতিবার সকালে। আর এদিকে যুক্তরাষ্ট্র থেকে সাকিব আল হাসান সরাসরি উড়াল দেবেন ইংল্যান্ডে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৯ মে।
এসএইচ/এফকে