আইরিশ শিবিরে শরীফুলের জোড়া আঘাত
ইনিংসের শুরুতে টাইগার পেসারদের দাপটে বেশ ব্যাকফুটে চলে গিয়েছিল আয়ারল্যান্ড। তবে সেই ধাক্কা ভালোই সামাল দিয়েছেন হ্যারি টেক্টর ও অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। ভয়ঙ্কর হয়ে ওঠা তাদের জুটি ভেঙেছেন শরীফুল ইসলাম। অবশ্য এর আগে তার ক্যাচমিসের পর টেক্টর ফিফটি পূর্ণ করেছেন। ফিফটি থেকে ৮ রান দূরত্বে থাকা বালবার্নি পা না নড়িয়ে ব্যাট চালিয়ে ভুল করেছেন। মুশফিকুর রহিমের তালুবন্দী হওয়ার আগে তিনি করেছেন ৪২ রান। নিজের পরের ওভারে শরীফুল ফিরিয়েছেন নতুন ব্যাটার লরকান টাকারকেও।
এর আগে প্রথম স্পেলে শরীফুল অন্য সতীর্থদের তুলনায় বেশ খরুচেই ছিলেন। তার ৩ ওভারেই আইরিশরা ২১ রান তোলে। তবে পরে স্পেলে তিনি কামব্যাক করেছেন বেশ ভালোভাবেই। আরেকটি স্পেলে ফিরে প্রথম ওভারে ২ রান, পরের ওভারে জুটি ভাঙলেন শরীফুল। টেক্টর-বালবার্নির জুটিতে আইরিশরা স্কোরবোর্ডে ৯৮ রান যোগ করে। এরপর ক্রিজে নামা টাকারকেও থিতু হতে দেননি শরীফুল। ১১ বলে ১৬ রানে টাকার লিটন দাসের তালুবন্দী হয়েছেন।
বিজ্ঞাপন
এক প্রান্তে দ্রুত উইকেট পড়তে থাকলেও, অন্যপ্রান্তে বেশ দৃঢ়তা দেখাচ্ছেন টেক্টর। শুধু তাই নয়, সেঞ্চুরির পথে ব্যাট করতে থাকা এই অলরাউন্ডার শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৫ বলে ৮০ রান করেছেন। তার সঙ্গে তাল মিলিয়ে টাকার আউট হওয়ার আগে বোলারদের ওপর ছড়ি ঘোরাতে চেয়েছিলেন। অতি আক্রমণাত্মক রূপই অবশেষে কাল হলো তার।
এর আগে ইনিংসে শুরুতে দুই শিকারে আয়ারল্যান্ডকে চাপের মুখে ফেলে দেন হাসান মাহমুদ। ৭ ওভারে মাত্র ১৬ রানেই ফিরেছেন তাদের দুই ওপেনার। তবে এরপর ক্রিজে আসা হ্যারি টেক্টর জুটি গড়েন অধিনায়ক বালবার্নির সঙ্গে। তাদের ব্যাটে ছড়েই বড় রানের পথে ছুটছিল আইরিশরা।
বিজ্ঞাপন
টাইগারদের হয়ে এখন পর্যন্ত দুটি করে উইকেট নিয়েছেন দুই পেসার শরীফুল ও হাসান। তারা ছাড়া বাকি বোলাররা সেভাবে সফল হতে পারেননি। এখন পর্যন্ত উইকেটের দেখা পাননি সাকিব আল হাসান ও তাইজুল ইসলামরা।
এএইচএস