‘সাকিবকে ছাড়াই আফগানিস্তানকে হারাবে বাংলাদেশ’
ছবি: সংগৃহীত
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আঙুলের চোট পেয়ে ৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন সাকিব। ফলে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক। সাকিবের মতো একজন জেনুইন অলরাউন্ডারের অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাবে দলকে। তবে বিসিবি পরিচালক আকরাম খানের বিশ্বাস, এই অভিজ্ঞ অলরাউন্ডারকে ছাড়াও আফগানিস্তানকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ।
আজ (২১ মে) মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আকরাম বলেন, 'সাকিব খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু ইনজুরি থাকবেই। এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা যে হারে খেলছি, এই সমস্যাটা থাকবেই। তারপরেও ভালো ব্যাকআপ প্লেয়াররা আসছে, ইয়ং প্লেয়াররা আসছে। ফাস্ট বোলিংয়ের পার্টটা ভালো হচ্ছে।'
বিজ্ঞাপন
'আমার মনে হয়, ও থাকলে অবশ্যই স্ট্রেন্থ বাড়ত। ইতোমধ্যেই যে টিম আছে, এটাও ভালো। যদি সেন্সিবল ক্রিকেট খেলে তিনটা পার্টটা যদি ভালো করতে পারি, তাহলে জিতব।'
আগেরবার নিজেদের সুবিধার জন্য স্পিন উইকেট বানিয়ে বোকা হতে হয়েছে। এবারও কাজটা কঠিন হবে বলে মনে করেন আকরাম।
বিজ্ঞাপন
তিনি যেমনটা বলছিলেন, 'ওরা সবসময় স্পিনে আমাদের চেয়ে ভালো। ওদের এক্সট্রা অর্ডিনারি কিছু স্পিনার আছে। রশিদ খান আছে, আপনার মুজিব আছে। ওদেরকে রিড করা ডিফিকাল্ট, তো আমাদেরকে কিন্তু সেন্সিবল ক্রিকেট খেলতে হবে। আমরা যেন, স্পিনে সুবিধা পাই, সেই ধরনের উইকেট হলে ভালো। তারপরেও এটা ডিপেন্ড করছে ক্যাপ্টেন এবং কোচ কী ধরনের উইকেট চাচ্ছে।'
এইচজেএস