আইপিএল প্লে অফে বৃষ্টি হলে যা হবে
একদিন বিরতি দিয়ে ফের মাঠে গড়াচ্ছে আইপিএল। আসরের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) রাত ৮টায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামছে টুর্নামেন্টের সেরা এই দুই দল।
আইপিএলের প্লে-অফের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। এরপর হবে এলিমিনেটর। সেখানে যে দল হারবে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এলিমিনেটরের জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে যারা জিতবে তারা ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারে জেতা দলের সঙ্গে।
বিজ্ঞাপন
এবারের আইপিএলে লিগপর্বে তেমন একটা বৃষ্টির বাগড়া ছিল না। আজকের পূর্বাভাসও বলছে, চেন্নাইয়ে বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই। তবে কোনো কারণে যদি বৃষ্টিতে ম্যাচ ভেসে যায়, তবে কী হবে?
লিগ পর্বে আইপিএলের খেলার শর্ত অনুসারে, উভয় দল ডিএল নিয়ম মেনে ম্যাচের ফলাফলের জন্য ন্যূনতম ৫ ওভার করে ম্যাচ খেলতে পারত। তা না হলে, ম্যাচ পুরো ভেসে গেলে দুই দলের মধ্যে একটি করে পয়েন্ট ভাগাভাগি হওয়ার নিয়ম ছিল। তবে পয়েন্ট ভাগাভাগির নিয়ম খাটবে না প্লে-অফে। তা হলে কী করা হবে?
বিজ্ঞাপন
২০২৩ আইপিএলের প্লে-অফের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। যদি কোনো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তবে ডিএলএসের নিয়ম মেনে নূন্যতম পাঁচ ওভার করে খেলা হতে পারে। সেটা করা সম্ভব না হলে, বিজয়ী নির্ধারণের জন্য একটি সুপার ওভার খেলা হতে পারে। যদি সুপার ওভারও করা সম্ভব না হয়, পয়েন্ট টেবিলে যে দল এগিয়ে ছিল, তাকে সেই নির্দিষ্ট ম্যাচের বিজয়ী ঘোষণা করা হবে।