ছবি: সংগৃহীত

আইপিএলে লক্ষ্মৌর মেন্টর হিসেবে কাজ করছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর। লিগ পর্বের শেষ ম্যাচে রিঙ্কু সিং যখন ব্যাট হাতে লড়ছিলো লক্ষ্মৌর বিপক্ষে সেসময়ই টিভির পর্দায় ফুটে উঠল এক ব্যানার। তাতে লেখা, 'ব্রিং ব্যাক জিজি টু কেকেআর'। অর্থাৎ গৌতম গম্ভীরকে ফিরিয়ে আনো কেকেআরে।

২০১২ সালে কেকেআরকে আইপিএলের প্রথম ট্রফি এনে দিয়েছিলেন গম্ভীর। আবার ২০১৪ সালে এই গম্ভীরের নেতুত্বে ফের আইপিএল শিরোপা উঠে কলকাতার ঘরে। তার বুদ্ধিদীপ্ত পরিকল্পনায় ওপেনিং করিয়েছিলেন সুনীল নারাইনকে দিয়ে। রহস্য স্পিনারকে পাওয়ার হিটার ব্যাটার বানিয়ে পাওয়ারপ্লেতে ঝড়ো শুরু পেতো কেকেআর। বর্তমানে আলোচিত টি-২০ ব্যাটার সুরিয়া কুমার যাদবেরও উত্থানও হয় গম্ভীরের অধীনে। ভারতীয় দলে অভিষেক হওয়া থেকে অনেক দূরে ছিলেন সুরিয়া।  দীর্ঘদিন কেকেআরে খেলার সুবাদে গম্ভীর জানেন কলকাতার আবেগ। তাই লক্ষ্মৌ দলের মেন্টর হয়েও গম্ভীর গলায় আজও ভালোবাসার বার্তা কলকাতার প্রতি।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে সে রাতে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হেরে যায় কলকাতা। তবে কলকাতার এমন ভালোবাসায় কৃতজ্ঞতা জানাতে ভুলেননি সাবেক ভারতীয় ওপেনার। রাতেই টুইট করে ভালোবাসা জানান দিলেন কলকাতার প্রতি। ছোট্ট ক্যাপশনে টুইটারে তিনটি ছবি দিয়ে লিখেন, 'তোমরা সবাই জানো যে আমি কলকাতাকে কতটা ভালোবাসি'। সঙ্গে  'ব্রিং ব্যাক জিজি'-র ব্যানারের ছবিটিও।

২০১১ সালে কেকেআরের সঙ্গে শুরু হয়েছিল গৌতম গম্ভীরের। দীর্ঘ ৬ বছর কেকেআরের হয়ে ১০৮টি ম্যাচে ২০১৭ সালে  শেষ হয় কেকেআর অধ্যায়। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দু'বার আইপিএল ট্রফি এনে দিয়েছেন শাহরুখ খানের দলকে। অধিনায়ক বদলালেও এখন পর্যন্ত আর কোনো অধিনায়কই শিরোপা উপহার দিতে পারেনি কেকেআরকে।

এইচজেএস