সাকিব আল হাসান

বেশ আলোচনার জন্ম দিয়েই তৈরি হয় মাস্কো সাকিব একাডেমি। বিশ্বমানের সুযোগ-সুবিধার এই একাডেমি বেশ সাড়া ফেলে। ওয়ানডেতে বিশ্বসেরা এই অলরাউন্ডার একাডেমি তৈরি হওয়ার পর আর সেখানে যাননি। বৃহস্পতিবারই প্রথমবারের মতো পূর্বাচলে নিজের একাডেমিতে যান সাকিব আল হাসান। 

সেখানে শৈশবের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে অনুশীলনও করেন তিনি। এরপর নিজের একাডেমির ছাত্রদের সঙ্গেও সময় কাটান সাকিব। তাদের সঙ্গে খুব বেশি সময় না কাটালেও দরকারি পরামর্শটা সাকিব ঠিকই দিয়েছেন বলে জানিয়েছেন সালাহউদ্দিন। 

তিনি বলেন, ‘বাচ্চাদের সাথে যেহেতু সাকিবের আগে পরিচয় হয়নি, বাচ্চারা তাকে দেখেনি সামনাসামনি। তো আজ সরাসরি দেখলো, এটা তাদের জন্য ভালো একটা অভিজ্ঞতা। যেহেতু কাল তার জন্মদিন ছিল সেটাও আমরা উদযাপন করলাম একসঙ্গে। ছেলেদের উদ্দেশ্যে বেশি কিছু বলেনি কিন্তু যতটুকু বলা দরকার ততটুকু বলেছে। যতটুকু উপদেশ দেওয়ার সেটা দিয়েছে।’

তবে এখন খুব বেশি কথা না বললেও ভবিষ্যতে একাডেমির ছাত্রদের সঙ্গে সাকিব অনুশীলন করবেন বলে জানিয়েছেন সালাহউদ্দিন। এসব কিছুর জন্য সাকিব প্রস্তুত ছিলেন না বলেও জানান তিনি। সাকিবের জন্মদিনও হঠাৎ করে আয়োজন করা হয়েছে বলে জানান দেশসেরা এই কোচ। 

তিনি বলেন, ‘ভবিষ্যতে যখন আসবে তখন ও নিজেই তাদের সঙ্গে অনুশীলন করবে, তখন হয়তো আরও বেশি কথা বলবে। একজন খেলোয়ায়াড় হিসেবে ছেলেদের স্বাভাবিকভাবে যা বলা দরকার, কীভাবে কী করতে হবে সে জিনিসগুলোই বলেছে। আসলে ও অপ্রস্তুত ছিল। ও আসলে ভাবেইনি যে এখানে এরকম আয়োজন হবে। এখানে আমাদের এই প্রতিষ্ঠান থেকেই করেছে বলে হয়তো হঠাৎ করে এই জিনিসটা হয়ে গেছে।’

এমএইচ/এটি