ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অতি পরিচিত মুখ মোহাম্মদ সালাউদ্দিন। তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের কোচ হিসেবেই দেশের বেশিরভাগ মানুষ চিনে থাকেন সালাউদ্দিনকে। দেশের ঘরোয়া ক্রিকেটের সফলতম এই কোচ এবার ভিন্ন কিছু আনতে যাচ্ছেন।

দেশের জনপ্রিয় এই কোচ এবার নিজের ক্রিকেট অভিজ্ঞতা ভাগাভাগি করতে একটি বই লিখেছেন। গতকাল (২৬ মে) নিজের ফেসবুকে এমনটাই জানান তিনি। সেখানে তিনি লেখেন, 'অবশেষে প্রতীক্ষার পালা শেষ। কাজী আব্দুল হক, প্রকাশক রুপ প্রকাশন। প্রকাশনীর কর্ণধার আমার জন্য ছয় বছর অপেক্ষা করেছেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে।'

অর্ধ-যুগের অপেক্ষা শেষে বই লেখা নিয়ে সালাউদ্দিন কথা বলেছেন সংবাদ মাধ্যমেও। তিনি বলেন, 'বইটা নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি। সারাদিন অনুশীলন ও বিভিন্ন কাজের পর আবার রাতে বইয়ের লেখা লিখতে হতো। সেটা আমার জন্য সহজ ছিল না। তবুও অমি চেষ্টা করেছি এটা থেকে যেন সবাই উপকৃত হতে পারে। বর্তমান, উঠতি ক্রিকেটারদের পাশাপাশি বিভিন্ন কোচরাও যেন সহজ ভাবে বইটি পড়ে ক্রিকেটের বিভিন্ন দিক সম্পর্কে সহজে জানতে পারে।’ 

'আমি চেয়েছি আমার যে জিনিসটা জানা আছে সেটা অনেকের মাঝে শেয়ার করি। আর আমি যেহেতু মাসকো অ্যাকাডেমিতে কোচিং করাই এখানে অনেক ছেলেরা আসতে পারে না ওদের যেন উপকার হয় সেটাও দেখেছি।’-আরও যোগ করেন তিনি।

এসএইচ/এইচজেএস