কোহলিকে পেছনে ফেললেন বুমরাহ
ফাইল ছবি
ব্যাট হাতে বিশ্ব ক্রিকেটের রাজত্ব দখলে নিয়েছেন বিরাট কোহলি। তাকে থামাবার সাধ্য কার! তবে বাইশ গজে ২০২০ সালটা সুখকর যাচ্ছে না ভারতীয় অধিনায়কের। মাঠের বাইরেও এবার খানিক পিছিয়ে পড়লেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাকে ছাড়িয়ে দেশটির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হয়েছেন পেস বোলার জসপ্রিত বুমরাহ।
করোনার কারণে চলতি বছর এমনিতেই খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি কোহলি। তার উপর সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের শুরুর ম্যাচ খেললেও দ্বিতীয় টেস্টে নেই তিনি।
বিজ্ঞাপন
বছর শেষে টাকা-পয়সার হিসাব মেলাতে গিয়ে খানিক পিছিয়েই পড়লেন কোহলি। প্রতি বছর দেশটির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলে থাকেন তিনি। পারিশ্রমিকের হিসাবেও সবার উপরে নাম থাকে তার। তবে এই বছর কোহলিকে ছাপিয়ে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হয়েছেন বুমরাহ। যা কিনা বোর্ডের বার্ষিক চুক্তির বাইরের অংশ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারা প্রতি টেস্ট খেলার জন্য ১৫ লাখ রুপি পারিশ্রমিক পান। যেটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য যথাক্রমে ৬ লাখ ও ৩ লাখ রুপি। সে হিসাবে ২০২০ সালে অজিদের বিপক্ষে চলমান টেস্ট সহ সর্বমোট ৪টি টেস্টের সাথে ৯টি পঞ্চাশ ওভারের ম্যাচ এবং ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বুমরাহ।
বিজ্ঞাপন
এজন্য বোর্ডের বার্ষিক চুক্তি বাদ দিয়েই বুমরাহ আয় করেছেন ১.৩৮ কোটি রুপি। যা টাকার হিসাবে প্রায় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।
একই ক্যাটাগরিতে থাকা কোহলি ২০২০ সালে ভারতের হয়ে ৩ টেস্ট, ৯ ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি খেলেছেন। সেই হিসাবে কোহলির উপার্জন ১ কোটি ২৯ লাখ রুপি। তালিকায় তিন নম্বরে রয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ২টি টেস্ট, ৯টি ওয়ানডের সাথে এবং ৪টি টি-টোয়েন্টি খেলে জাদেজার আয় ৯৬ লাখ রুপি।
টিআইএস/ এমএইচ