আর্সেনালের ‘ওষুধ’ হবে চেলসিকে হারানো
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের দুর্দশা যেন ছাড়িয়ে গেছে সবকিছু। ১৪ ম্যাচে মাত্র ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে আছে তারা। অনেকে তো শঙ্কায় আছেন প্রিমিয়ার লিগ থেকে তাদের অবনমন নিয়ে।
আর্সেনালের এমন অবস্থা থেকে উত্তরণের ওষুধ পেয়েছেন দলটির কোচ মাইকেল আর্তেতা। শনিবার বক্সিং ডেতে চেলসির বিপক্ষে খেলতে নামবে তার দল। এই ম্যাচে জয় পাওয়াটাই দলের জন্য ওষুধ হিসেবে কাজ করবে বলে মনে করেন আর্তেতা।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমাদের নিয়ন্ত্রণের বাইরে সবচেয়ে সেরা ওষুধ হবে চেলসির বিপক্ষে জয়। আমার মনে হয় আগামী সাত-আট দিন খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা প্রিমিয়ার লিগের কতটা উপরে থাকবো এই ব্যাপারে।’
অবনমন থেকে মাত্র ৪ পয়েন্ট দূরে দাঁড়িয়ে আছে আর্সেনাল। এমন সময়ে একে অন্যের ওপর দোষারোপ না করে সবাইকে ইতিবাচক থাকতে বলছেন আর্তেতা। সঙ্গে খেলোয়াড়দের নিজেদের ওপর বিশ্বাস রাখার পরামর্শ
দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আর্তেতা বলেন, ‘আমাদের সবাইকে একে অপরের ব্যাপারে ইতিবাচক থাকতে হবে। আমাদের সময় ভালো যাচ্ছে না, এখন অন্যকে দোষ দেয়া ঠিক না। প্রতিটা খেলাই আমাদের কাঁধে ওজন বাড়াচ্ছে। এখানে অনেক হতাশা আছে। কিন্তু আমাদের ফিরে আসতে হবে।’
এমএইচ