প্রথম থেকে দ্বিতীয় ম্যাচে শিক্ষা নিয়েছি, শেষটাতে পারিনি
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বেশ সমীহ আদায় করা দল বাংলাদেশ, তবে সেটি ঘরের মাঠে। বিদেশে খেলতে গেলেই জয় হয়ে যায় অধরা। নিউজিল্যান্ডের খেলতে গিয়েও অসহায় আত্মসমর্পণ টাইগারদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটিতেই হার সফরকারীদের। কিউইদের সঙ্গে হোয়াইট ওয়াশ হওয়ার পর অধিনায়ক তামিম ইকবাল বললেন, সমস্যাটা মূলত বিদেশের মাটিতে। দেশের বাইরে ধারাবাহিক নয় দল।
শুক্রবার ম্যাচ হারের পর নিউজিল্যান্ডে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘আমার ধারণা প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে আমরা বেশ ভালোই শিক্ষা নিয়েছিলাম। আমরা জানতাম যে, বল হাতে প্রথম ১০ ওভারে আমরা বেশ কঠিন কিছুর সম্মুখীন হব। যখন আপনি প্রথম ১০ ওভারেই ৩-৪ উইকেট হারিয়ে ফেলবেন তখন বুঝতে হবে খেলাটা সেখানেই অর্ধেক শেষ।’
বিজ্ঞাপন
‘যা আমরা দ্বিতীয় ম্যাচে হতে দেইনি। কিন্তু তৃতীয় ম্যাচে আমরা একই ভুলের পুনরাবৃত্তি করেছি। আপনি জানেন যে, আপনাকে শেখানোর জন্য আপনি পৃথিবীর সেরা কোচকে পেতে পারেন। তবে দিনশেষে খেলোয়াড়দের বুঝতে হবে যে, কখন কি করতে হবে, কি করা যাবে না। সমস্যাটা মূলত বিদেশের মাটিতে। দেশের বাইরে আমরা ধারাবাহিক নই।’
তামিম আরও যোগ করেন, ‘দলগত বা ব্যক্তিগতভাবে- কোনভাবেই আমরা ধারাবাহিক নই। আমি মনে করি এটাই ইস্যু এবং এখান থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এখানে আমরা নিজেদের ক্রিকেটের উন্নতি করতে আসিনি, আমরা এসেছি ম্যাচ জিততে। এটা শুধুমাত্র দ্বিপক্ষীয় সিরিজ নয় যেখানে আপনি এসব নিয়ে ভাববেন। এটা পয়েন্টের উপর নির্ভর করছে। আপনি জিতলে আপনি পয়েন্ট পাবেন যা আপনাকে বাছাইপর্ব উতরাতে সাহায্য করবে। তবে যেভাবে আমরা খেলেছি তা খুবই হতাশাজনক ছিল।’
বিজ্ঞাপন
নিউজিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ দলের কোনও জয় নেই। এবার দেশ ছাড়ার আগে তামিম জানিয়ে গিয়েছিলেন, অধরা জয়ের দেখা পাওয়া যাবে এবার। তবে মাঠের লড়াইয়ে সুবিধা করতে পারেনি টাইগাররা। এজন্য নিজেদের কাঁধেই দোষ নিচ্ছেন তামিম। ওয়ানডে সুপার লিগের প্রতিযোগিতা জন্য আক্ষেপ একটু বেশি তামিমের।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘আমি সিরিজের আগে বলেছিলাম যে আমি বেশ আশাবাদী। অবশ্যই আমাদের সুযোগ ছিল, আমরা দ্বিতীয় ম্যাচে সুযোগও পেয়েছিলাম। কিন্তু সবমিলিয়ে এটা আমাদের জন্য হতাশাজনক একটি সিরিজ। আমি মনে করি আমরা ভালো খেলতে পারিনি। এটি উচিত নয়। হ্যাঁ, দ্বিতীয় ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। আমরা আমাদের ব্লেইম করছি। আজকের ম্যাচে আমরা ভালো শুরু করেছিলাম। ৫০ রানে ৩ উইকেট ফেলে আমরা তাদের উপর চাপ তৈরি করেছিলাম। তারপর আবারও ছোট সুযোগ এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারিনি।’
টিআইএস/এমএইচ/এটি