প্রথম দুই ম্যাচে হারে সিরিজটা হাত ফসকে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তাই বাংলাদেশের লড়াইটা হয়ে দাঁড়িয়েছে হোয়াইট ওয়াশ এড়ানোর। ওয়েলিংটনের বেসিন রিজার্ভের এই ম্যাচের সরাসরি আপডেট জানাচ্ছে ঢাকা পোস্ট।

হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

চলতি সফরের আগে তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ২৬ বার তাদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। তবে জয়ের স্বাদ পাওয়া হয়নি। এবার সে আক্ষেপ ঘোচাতে মাঠে নামে টাইগাররা, তিন ম্যাচ ওয়ানডে সিরিজে একেবারেই সুবিধা করতে পারেনি অধিনায়ক তামিম ইকবালের দল। আগের দুই ম্যাচে ৮ উইকেট ও ৫ উইকেটের ব্যবধানে হারের পর আজ তৃতীয় ওয়ানডে ১৬৪ রানের বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এতে নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে জয়ের দেখা পেতে অপেক্ষা বাড়ল লাল-সবুজের প্রতিনিধিদের।

বাংলাদেশ ১৫৪/১০

মেহেদী-তাসকিনকে হারিয়ে হারের অপেক্ষায় বাংলাদেশ

টপ অর্ডারের সঙ্গে মিডল অর্ডার, সুবিধা করতে পারেনি কেউই। সেখানে শেষদিকের ব্যাটসম্যানদের করার থাকে সামান্যই। সেই সামান্য কাজটি করার চেষ্টা করেছিলেন তাসকিন। তবে তাকে নিজের চতুর্থ শিকারে পরিণত করেন হেনরি। তার আগে নিশামের বলে আউট হন শেখ মেহেদী হাসান। একশো রানের কোটা ছুতেই ৮ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। এতে বড় হারের অপেক্ষায় বাংলাদেশ দল।

বাংলাদেশ ১০৩/৮

মুশফিক-মিরাজকে হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

দলের ব্যটিং অর্ডারের আস্থার প্রতীক মুশফিক। তবে এদিন নিজের ইনিংস বড় করতে পারলেন না তিনি। ৪৪ বল খেলেও সেট হতে পারলেন না মুশফিক। নিশামের বলে ক্যাচ দিয়ে আউট হন ২১ রান করে। একই ওভারে নিজের উইকেটটি দিয়ে আসেন মুশফিকের পর ব্যাট করতে নামা মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি তিনি।

বাংলাদেশ ৭৭/৬

ধৈর্য হারিয়ে উইকেট দিলেন মিঠুন

শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে দল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে রক্ষণাত্মক কৌশল বেছে নেন মোহাম্মদ মিঠুন। তবে ধৈর্য রাখতে পারেননি তিনি। ৩৮ বল খেলে জেমিসনকে উড়িয়ে মারতে গিয়ে ৬ রানে নিজের উইকেট হারিয়ে সাজঘরে ফিরে যান আগের ম্যাচে অর্ধশতক হাকানো মিঠুন।

বাংলাদেশ ৪৮/৪

যোগ্যতা প্রমাণ দিতে ব্যর্থ লিটন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৯ রান করার পর দ্বিতীয় ম্যাচে ফেরেন খালি হাতে। আজ ৩১৯ রান টপকাতে নেমে শুরুটা নেহায়েত মন্দ করেননি। তবে ভাগ্য সঙ্গ দিল না লিটন দাসকে। হেনরির ফুল লংথের বলটি পুল করতে গেছিলেন, তাতেই বিপত্তি বাধে। অসাধারণ এক ক্যাচ নিয়ে ২১ রানে থাকা লিটনকে ফেরান ট্রেন্ট বোল্ড।

বাংলাদেশ ২৬/৩

সৌম্যকে হারিয়ে ধুকছে বাংলাদেশ

আগের দুই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। আজ তার ব্যাটে রানের অপেক্ষায় ছিল গোটা দল। তবে আস্থার প্রতিদান দিতে পারলেন না তিনি। তামিমের আউটের পর ক্রিজে এসে ম্যাট হেনরিকে উড়িতে মারতে গিয়ে বোল্ডের হাতে ধরা পরে ১ রান নিয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য।

বাংলাদেশ ২১/২

রান পাহাড় টপকাতে নেমে ব্যর্থ তামিম

দলের অধিনায়ক তিনি। আগের ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্কোরার। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে বড় দায়িত্ব ছিল তামিমের কাঁধে। তবে সে দায়িত্বের ভার নিতে পারলেন না তিনি। দলীয় ১০ রানের মাথায় ম্যাট হেনরির বলে আউট হন ১ রান করে।

বাংলাদেশ ১০/১

মিচেলের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের সংগ্রহ ৩১৮

মুস্তাফিজের শেষ ওভারের প্রথম তিন বলে তিন চার, সেঞ্চুরির জোর আশাই জাগিয়েছেন ড্যারিল মিচেল। শেষ বলে প্রয়োজন ছিল দুই রান। শেষমেশ ধরা দিয়েছে সেটাও, ৯২ বলে ঠিক ১০০ করে শেষ করেছেন ইনিংস। ৫০ ওভার শেষে নিউজিল্যান্ডও পেয়েছে বড় সংগ্রহ।

নিউজিল্যান্ড ৩১৮/৬

রুবেল ফেরালেন নিশামকে

দ্রুত রান তোলার তাড়া থেকে রুবেলের ফুলার লেন্থের বলটাকে লং অন দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন জিমি নিশাম। তা হয়নি শেষমেশ। ধরা পড়েছেন লং অনে, লিটন দাসের হাতে।

নিউজিল্যান্ড ২৯০/৬

মুস্তাফিজ ফেরালেন কনওয়েকে

দিনটা মোটেও ভালো যাচ্ছে না মুস্তাফিজের। আট ওভারে দিয়েছেন ওভারপ্রতি সাড়ে সাতেরও বেশি রান। সেই মুস্তাফিজের শিকার হয়েই ফিরেছেন সেঞ্চুরিয়ান কনওয়ে। ক্যাচ দিয়েছেন বদলি ফিল্ডার আফিফকে।

নিউজিল্যান্ড ২৭৯/৫

কনওয়ের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

১২০ রানেই নিউজিল্যান্ডের চার উইকেট তুলে নেওয়া গিয়েছিল। তবে এরপর রীতিমতো বাংলাদেশি বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল। কনওয়ে ইতোমধ্যেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৯৬ বলে করা তার সেঞ্চুরিতে নিউজিল্যান্ড আছে বড় সংগ্রহের পথে।

নিউজিল্যান্ড ২৪১/৪

সেই ল্যাথামকে ফেরালেন সৌম্য

ল্যাথাম কনওয়ের জুটি জমে গিয়েছিল। নিয়মিত বোলারদের দিয়ে জুটিটা ভাঙাই যাচ্ছিল না, অধিনায়ক তামিম তাই দ্বারস্থ হয়েছিলেন সৌম্য সরকারের কাছে। তার প্রতিদান প্রথম বলেই দিলেন সৌম্য। পয়েন্টে দুর্দান্ত ক্যাচ নেওয়া মেহেদি হাসান মিরাজের অবদান অবশ্য বেশি তাতে। তার দারুণ ক্যাচেই ইনিংস বড় করার আগে ফেরেন ল্যাথাম। নিউজিল্যান্ড ১২০/৪

রুবেলের জোড়া আঘাত, সাজঘরে টেলর

দুই ম্যাচ পর দলে ফেরা রস টেলর এক বল আগেই বড় একটা 'জীবন' পেয়েছিলেন। তবে মিড অনে মুস্তাফিজের ক্যাচ মিসের দুঃখটা থাকল না খুব বেশিক্ষণ। এক বল পরেই রুবেলের অফস্ট্যাম্পের বাইরের বলটা গ্লাইড করতে গেলেন টেলর, এবার আর সুযোগ তালুবন্দি করতে ভুললেন না মুশফিক। ৭ রানে ফিরলেন টেলর।

নিউজিল্যান্ড ৫৭/৩

রুবেলের শিকার হয়ে ফিরলেন গাপটিল

আবারও ক্যাচশিকার লিটনের। এবার অবশ্য বদলাল বোলারের নাম। অফস্ট্যাম্পের বাইরে শর্ট বলটা পুল করে মিড অনের ওপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন মার্টিন গাপটিল। ব্যাটে বলে ঠিকঠাক যোগাযোগ হলো না, ব্যাটের নিচের অংশে লেগে বল গিয়ে জমা পড়ল মিড অনে থাকা লিটনের হাতে।

নিউজিল্যান্ড ৪৯/২

তাসকিনের প্রথম আঘাত, ফিরলেন নিকলস

সুযোগটা ওভারের দ্বিতীয় বলেও তৈরি করেছিলেন তাসকিন আহমেদ। সেবার বলটা তালুবন্দি করতে পারেননি উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এক বল পর আবারও সুযোগটা সৃষ্টি করলেন বাংলাদেশি পেসার। তার করিডোর অফ আনসার্টেইন্টিতে করা বলটা হেনরি নিকলসের ব্যাটের কোণা ছুঁয়ে জমা পড়ল দ্বিতীয় স্লিপে থাকা লিটন দাসের হাতে। ২১ বলে ১৮ রান করে ফিরলেন নিউজিল্যান্ড ওপেনার। 

নিউজিল্যান্ড ৪৪/১

একটি করে পরিবর্তন বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলে

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে এক পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতেও একটিই পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় দলে ঢুকেছেন রুবেল হোসেন। অন্যদিকে নিউজিল্যান্ডও পরিবর্তন এনেছে সেই একটিই। উইল ইয়ংয়ের জায়গায় দলে ফিরেছেন রস টেলর।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকলস, ডেভন কনওয়ে, রস টেইলর, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।

টস হারে হ্যাটট্রিক তামিমের, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

আগের দুই ম্যাচেই বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল টস হারের বিস্বাদ নিয়েছিলেন, সে ধারাটা বদলাল না তৃতীয় ওয়ানডেতেও। টসে জিতেছে নিউজিল্যান্ড। তবে এবার প্রথম দুই ম্যাচের মতো বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাননি অধিনায়ক টম ল্যাথাম। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।