করোনা পজিটিভ হয়েছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। জাতীয় লিগের ম্যাচের আগে করোনা পরীক্ষা করা হলে পজিটিভ ফলাফল আসে তার। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।

ঢাকা পোস্টকে আশরাফুল বলেন, ‘আমার প্রথম করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দুপুরে জানতে পারি। এখন আইসোলেশনে আছি। আজ আবার দ্বিতীয় টেস্টের নমুনা দিয়েছি। রাতেই ফল হাতে পাওয়ার কথা। নেগেটিভ ফল আসলে আগামীকালের ম্যাচ খেলতে পারব।’

সোমবার (২৯ মার্চ) রাজশাহী বিভাগের বিপক্ষে বিকেএসপিতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলবে বরিশাল বিভাগ। ওই ম্যাচে বরিশালের হয়ে খেলার কথা আশরাফুলের। আজ (সোমবার) দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ আসলে এ ম্যাচ খেলতে পারবেন তিনি। তার আগে করোনা আক্রান্ত আশরাফুল বর্তমানে ঢাকার একটি হোটেলে আইসোলেশনে আছেন।

এনসিএলে শুরুটা অবশ্য ভালো হয়নি আশরাফুলের দল বরিশালের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঢাকা মেট্টোর কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে তারা। এই ম্যাচে প্রথম ইনিংসে ৪৮ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র এক রান করেই আউট হন আশরাফুল। 

টিআইএস/এমএইচ