বড় সংগ্রহ করতে না পারার আক্ষেপ তামিমের
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার পর বৃষ্টি আইনে হারে তামিম ইকবালের দল। অবশ্য অধিনায়ক তামিম মনে করছেন শুরুটা ভালোই ছিল। আবহাওয়া বা অন্য কোনো কিছুকে হারের জন্য দায় দিতে নারাজ টাইগার এই অধিনায়ক।
ম্যাচ শেষে তামিম বলেন, ‘আবহাওয়া ও উইকেট বা অন্যান্য কিছুকে আমার মনে হয় না দায় দেওয়ার কিছু আছে। এসব খেলারই অংশ। আমাদের শুরুটা ভালো ছিল। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৫০ রানের মতো ছিল। এরপর দুই দফায় পর পর উইকেট হারিয়েছি।’
বিজ্ঞাপন
আফগানিস্তান বোলারদের ভালো বলে উইকেট দেননি বাংলাদেশি ব্যাটাররা, এমনটাই বলছেন তামিম, ‘সত্যি বলতে কোনো উইকেটই এমন ছিল না যে অসাধারণ কোনো ডেলিভারি বা উইকেট নেওয়ার মতো বল। বরং আমিসহ আমাদের ব্যাটাররা আলগা শট খেলেছে। এটাই ছিল ব্যাপার।’
তামিমের দাবি দলীয় সংগ্রহ ২৫০-২৬০ হলে ম্যাচের পরিস্থিতি ভিন্ন হত, ‘১৬০ রান যথেষ্ট নয়। উইকেট কিছুটা ট্রিকি ছিল অবশ্যই, বিশেষ করে শুরুতে। তবে আমরা যদি ২৫০-২৬০ রান করতে পারতাম, তাহলে ভালো খেলা হতে পারত।’
বিজ্ঞাপন
বাংলাদেশের অন্যসব ব্যাটাররা যেখানে ব্যর্থ, সেখানে তরুণ তাওহীদ হৃদয় খেলেন ৬৯ বলে ৫১ রানের ইনিংস। তরুণ এই ক্রিকেটারের প্রশংসা করে অধিনায়ক তামিম বলেন, ‘আজকে তার মাত্র সপ্তম ম্যাচ ছিল। প্রতিবারই ব্যাট করতে নেমে সে সবাইকে মুগ্ধ করে চলেছে। এই মুহূর্তে ওকে দারুণ মনে হচ্ছে।’
এসএইচ/এমজেইউ