টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
পুরো সিরিজেই কেবল হতাশা উপহার দিয়েছে বাংলাদেশ। তিন ওয়ানডে হারার পর প্রথম টি-টোয়েন্টিতেও হেরে গেছে টাইগাররা। এবার নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডে টস ভাগ্য দুঃস্বপ্ন হয়েই আছে। নিউজিল্যান্ডে টস ভাগ্য দুঃস্বপ্ন হয়েই ছিল। আগের চার ম্যাচে টস হারের পর এবার শুরুতে হাসিমুখ টাইগারদের।
মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ সময় ১২টায় মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচে বড় ব্যবধানে হেরে গিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের দল।
বিজ্ঞাপন
প্রথমে ব্যাট করা স্বাগতিকদের শুরুতে চাপে ফেললেও পরে আর সেটা ধরে রাখতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১০ রান করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে আট উইকেট হারিয়ে ১৪৪ রান করে বাংলাদেশ। ম্যাচ হারে ৬৬ রানের বড় ব্যবধানে।
এমএইচ/এটি
বিজ্ঞাপন