ঘরের মাঠে ছন্দে ফেরার আশা মাহমুদউল্লাহর
সাদা পোশাকে না হলেও সীমিত ফরম্যাটের ক্রিকেট বেশ সমীহ আদায় করা দল বাংলাদেশ। ঘরের মাঠে অর্জনের পাল্লা বেশ ভারি টাইগারদের। তবে নিউজিল্যান্ডে গিয়ে সুবিধা করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, ঘরের মাঠে আবার আত্মবিশ্বাস ফিরে পাবে বাংলাদেশ দল।
ঘরের মাঠের রেকর্ড বেশ সমৃদ্ধ টাইগারদের। এই নিউজিল্যান্ডেকেই হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা কেউই পার পায়নি বাংলাদেশে খেলতে এসে। সীমিত ওভারের ক্রিকেটের র্যাঙ্ককিংও মাহমুদউল্লাহদের পক্ষে সাফাই গাইছে। নিউজিল্যান্ডে ভরাডুবির পর বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফেরাতে ঘরের মাঠে আসন্ন সিরিজগুলোতে চোখ টাইগারদের।
বিজ্ঞাপন
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমরা বিশ্বকাপের আগের সিরিজের জন্য মুখিয়ে আছি। বিশেষত বিশ্বকাপের আগে আমাদের দুটি বড় সিরিজ আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আমরা আমাদের ঘরের মাঠের সুবিধা নিতে চেষ্টা করবো। আমরা বিশ্বাস করি আমরা ঘরের মাঠে বেশ আত্মবিশ্বাসী।’
চলতি বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ সফরে আসার কথা আছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের। শ্রীলঙ্কা দল আগামী মে মাসে আসলেও বাকি তিন দলের বাংলাদেশ সফর চূড়ান্ত প্রায়। তবে সূচি এখনো ঠিক হয়নি।
বিজ্ঞাপন
টিআইএস/এমএইচ