করোনার ঢেউয়ে আইপিএল নিয়ে শঙ্কা
বল মাঠে গড়াতে হাতে সময় বেশি নেই। সবকিছু ঠিক থাকলে ৯ এপ্রিল থেকেই শুরুর কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিন্তু সবকিছু ঠিকঠাক মতো এগিয়ে যাচ্ছে না। করোনার দ্বিতীয় ঢেউ আঁচড়ে পড়েছে ভারতেও। সংক্রমণের অর্ধেকেরও বেশি এখন মহারাষ্ট্রে। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ৮ মাঠকর্মী এরইমধ্যে আক্রান্ত হয়েছেন করোনায়।
সবচেয়ে বেশি চিন্তায় দলগুলো। অনুশীলন শুরু করলেও মুখের হাসি উধাও ক্রিকেটারদের। ৯ এপ্রিল প্রথম ম্যাচ চেন্নাইয়ে। এর আগে করোনায় নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক মতো করা যাবে তো?
বিজ্ঞাপন
চেন্নাই সুপার কিংস-দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ওয়াংখেড়েতে। ১০ এপ্রিল এই ম্যাচটি নিয়েও ভাবনায় আয়োজকরা। অবশ্য এর আগে জানা গেছে মাঠে দর্শক ঢুকতে দেওয়া হবে না। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতেতে চিন্তিত আয়োজকরা।
মুম্বাইয়ের ওয়াংখেড় ভেন্যুর বেশির ভাগ মাঠকর্মী যাতায়াত করেন ট্রেনে। সেখান থেকেই করোনা সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় বাকি কর্মীদের জন্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়োশন স্টেডিয়ামেই থাকার ব্যবস্থা করার পরিকল্পনা করছে। তাদের স্টেডিয়ামে রাখলে আইপিএলের ম্যাচ হওয়া নিয়ে কোনও চিন্তা থাকবে না বলে ধারণা আয়োজদের।
বিজ্ঞাপন
বিসিসিআইয়ের এক সদস্য বলেন, ‘মাঠকর্মীদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা করছি। স্টেডিয়ামে প্রচুর ঘর রয়েছে যেখানে তাঁদের রাখা যেতে পারে। আইপিএল-এর ম্যাচ হওয়া নিয়ে কোনও চিন্তা নেই। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’
কিন্তু ব্যাপারটা সহজ নয়। মুম্বাইয়ে হবে আইপিএলের ১০টি ম্যাচ। এই ম্যাচগুলো শেষ করাটাই বড় চ্যালেঞ্জ। সবমিলিয়ে করোনার দ্বিতীয় ঢেউ এবারের আইপিএল তছনছ করে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না!
এটি/এমএইচ